গান্ধিজির সর্বপ্রথম দেহরক্ষী হিসাবে এই বাঙালিকে কেন রাখা হয়েছিল জানেন?
ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে অনেক বীরযোদ্ধারাই এগিয়ে এসেছিলেন।এবং দেশের জন্য শহিদও হয়েছেন।তাই তাদের কৃতিত্ব তো ভাষায় প্রকাশ করা যায় না।অনেক বীরযোদ্ধা দেশের জন্য শহিদ হয়ে অমর হয়েছেন আবার অনেক বীরযোদ্ধা দেশের যুদ্ধে শহিদ না হয়েও অমর হয়ে রয়েছে মানুষের হৃদয়ে।আর এই বীরযোদ্ধাদের মধ্যে একজন হলেন গান্ধীজী যিনি দেশের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ না করলেও তার দেশের প্রতি অবদান কিছু কম নয়।তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে তার দেশের জন্য যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন।আর এইসব