পাখাযুক্ত বিড়াল ছিল এই পৃথিবীতে। তবে কেন উড়তে পারতো না জানেন?
নিউজ ডেস্কঃ পৃথিবীতে নানাধরনের জীবজন্তু বসবাস করে সেটার আমরা জানি।তবে আবার এমন কিছু প্রানী আছে যাদের দেখতে অনেকটা আলাদা।তবে যে প্রাণীগুলো দেখবেন সেগুলো চেনা পরিচিত প্রাণী কিন্তু বিচিত্র ধরনের। ১) Buffalogator: ২০১৫ সালে থাইল্যান্ডে পাওয়া এই প্রাণীটি দেখতে কুমির ও মহিষের সংমিশ্রন।থাইল্যান্ডের একটি মহিষের জন্ম দেওয়া বাচ্চাটি দেখতে কিছুটা কুমির ও কিছুটা মহিষের মতো যা জন্মের কিছুক্ষনের মধ্যে মারা যায়।এই প্রাণীটিকে বিশ্লেষণ করার পর জীববিজ্ঞানীদের এই প্রাণীটির নাম দেন Buffalogotor.