পৃথিবীতে প্রথম দুর্গা পূজা কোথায় এবং কে করছিলেন জানেন?

পৃথিবীতে প্রথম দুর্গা পূজা কোথায় এবং কে করছিলেন জানেন?

নিউজ ডেস্কঃবাঙালিদের জাতীয় উৎসব দুর্গা পূজা।আর তাই এই পূজা বহুল প্রচলিত।কিন্তু যখন দুর্গা পূজার প্রচলন হয়েছিল তখন কিন্তু দুর্গা পূজা আশ্বিন মাসে হত না এটি হত বসন্তকাল যেটিকে আমরা বর্তমানে বাসন্তি পূজা বলে জানি।এইসব তথ্য প্রায় মানুষই জানেন কিন্তু আপনারা কি এটা জানেন যে পৃথিবীতে কিভাবে দুর্গা পূজার প্রচলন হয়েছিল এবং কে করেছিলেন? তাহলে জেনে নিন এই বিষয়ে বিস্তারিত।

পৌরাণিক কাহিনী অনুসারে, পৃথিবীর রাজা ছিলেন সুরথ। যিনি ছিলেন সুশাসক ও যোদ্ধা  ছিল। কিন্তু একবার তিনি এক যবন জাতির সাথে যুদ্ধে  পরাজিত হয়ে যান।তারপর রাজা সুরথের ধনসম্পদ ও সেনাবাহিনীর দখল নেন।এবং  সুরথ চলে যান বনে। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন।তারপর ওই ঋষি রাজাকে  নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু বনে থেকেও রাজা  তার হারানো রাজ্যের প্রজাদের জন্যে দুশ্চিন্তা করতেন।এরপর  একদিন বনের মধ্যে সুরথ সমাধি নামে এক বৈশ্যের দেখা হয়।তখন তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারেন যে সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকাপয়সা ও বিষয়সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।কিন্তু তা সত্বেও তিনি স্ত্রী-পুত্রের কল্যান-অকল্যানের চিন্তা করতে থাকেন। দুজনেই ঋষির কাছে জানতে চাইলেন তাদের এইরূপ দুঃশ্চিন্তার কারণ কি। ঋষি তাদেরকে মহামায়া বা দুর্গার মায়ার কথা বললেন। তিনি সুরথকে দুর্গার মধু ও কৈটভ দৈত বধের কাহিনী, মহিষাসুর বধের কাহিনী এবং শুম্ভ ও নিশুম্ভ অসুর বধের কাহিনী বললেন। ঋষির গল্প শুনে সুরথ নদীর তীরে তিন বছর কঠিন তপস্যা ও দুর্গা পূজা করেন। এবং শেষে তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা সুরথকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিলেন এবং সমাধিকে  তত্ত্বজ্ঞান দিলেন ।এইভাবে পৃথিবীতে দুর্গা পূজার প্রচলন হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *