March 8, 2021

পৃথিবীর বৃহতম মহাকাব্য মহাভারত। কী দিয়ে লেখা হয়েছিল

নিউজ ডেস্কঃ মহাকাব্যগুলির মধ্যে একটি অন্যতম মহাকাব্য হল মহাভারত।এই মহাকাব্যটির রচনা করেছিলেন মহাঋষি বেদব্যাস।এই পর্যন্ত আমরা সবাই জানি।তবে এই মহাকাব্যের রচনা মহাঋষি বেদব্যাস  করেছিলেন কিন্তু লিখেছিলেন কে এবং কীসের দ্বারা এই কাব্যটি লেখা হয়েছিল অর্থাৎ এই কাব্যটি লেখার সময় পালকের কলমের পরিবর্তে কি ব্যবহার করেছিলেন? জেনে নিন মহাভারতের রচনা সম্পর্কিত অজানা তথ্য। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাঋষি বেদব্যাস ঠিক করেছিলেন যে তিনি  মহাভারত রচনা করবেন|মহাভারত রচনা করতে গিয়ে দেখলেন যে এই