নিউজ ডেস্কঃ ভগবান শিব যাকে আমরা শক্তির আধার এবং বিশ্বব্রহ্মাণ্ডের সংহার কর্তা বলে মনে করি। তিনিও নাকি একটি পাপ করেছিলেন। সেটি হল ব্রহ্মাহত্যার পাপ। আর সেই কারনে দেবাদিব মাহাদেবকে প্রায়শ্চিত করতে হয়েছিল। কেন মহাদেবের ব্রহ্মাহত্যার পাপ লেগেছিল? এবং এই পাপের খণ্ডানোর জন্য দেবাদিদেব মহাদেবকে কি প্রায়শ্চিত করতে হয়েছিল?
পৌরাণিক কাহিনী অনুযায়ী, ব্রহ্মাদেবের পাঁচটি মাথা ছিল। চারটি মাথা চার দিকে আর পঞ্চম মাথাটি ছিল ওই চারটি মাথার ঠিক উপরে। ব্রহ্মাদেবের তার পাঁচটি মাথার মধ্যে চারটি মাথার মুখ থেকে শাস্ত্রবাক্য শোনা গেলেও পঞ্চম মাথার মুখটি দিয়ে শুধু নিন্দামন্দ বাক্য বলেতেন। একদিন ব্রহ্মাদেব তার পঞ্চম মাথাটি দিয়ে বিনা দোষে মহাদেবকে বার বার উপহাস এবং অসম্মান করছিলেন। শিব ক্রুধ হয়ে যান। তারপরও ব্রহ্মাদেব মহাদেবকে অসম্মান করতে থাকে। এরপর মহাদেব আরও ক্রুধ হয়ে গিয়ে ধারণ করলেন বিনাশকারী রুদ্রের রূপ। তারপর এই রুদ্ররূপী শিব ব্রহ্মার সেই নিন্দুক মাথাটি কেটে দিলেন। আর এতে মহাদেবের উপর ব্রহ্মাহত্যার পাপ লাগে।
তাঁর হাতে আটকে গিয়েছিল ব্রহ্মার পঞ্চম মাথার করোটি। এই করোটি কিছুতেই তা হাত থেকে আর মুক্ত করতে পারছিলেন না। অবশেষে শিব বিষ্ণুদেবের কাছ থেকে জানতে চাইলেন এই করোটি থেকে মুক্তির উপায়। তারপর বিষ্ণুদেবের উপদেশ নিয়ে মহাদেব বারাণসী এসে গঙ্গার জলে স্নান করলেন এবং এক কঠিন তপস্যায় বসলেন । মহাদেবের এই দীর্ঘ ত্যাগ ও তপস্যার মধ্য দিয়ে একদিন তিনি তুষ্ট করতে পারলেন বিষ্ণুদেবকে। তখন বিষ্ণুদেবের আশীর্বাদে শিবের হাত থেকে খসে পড়ল ব্রহ্মার করোটি এবং মহাদেবও এর থেকে মুক্ত হলেন।