চা পাতা বা নিমপাতাতেই মশা তাড়ানো যাবে
পোকাদের হাত থেকে রেহাই পেতে হলে ঘরোয়া কিছু উপকরণ জেনে নিন।যার ফলে পোকাদের উৎপাত কমবে আপনার বাড়ি থেকে। ১) ব্যবহৃত চা পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।তারপর ঐ চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন।যার ফলে আপনারা দেখতে পাবেন যে ওই ধোয়ার জন্য সমস্ত মশা, মাছি পালিয়ে গিয়েছে। ২) মশা তাড়াবার জন্য আর মটিনের দরকার নেই।দরকার শুধু কয়েক টুকরো কর্পূরের যা আধ কাপ জলে ভিজিয়ে খাটের নিচে রেখে দিন আর নিশ্চিতে