February 18, 2021

চা পাতা বা নিমপাতাতেই মশা তাড়ানো যাবে

পোকাদের হাত থেকে রেহাই পেতে হলে ঘরোয়া কিছু উপকরণ জেনে নিন।যার ফলে পোকাদের উৎপাত কমবে আপনার বাড়ি থেকে। ১) ব্যবহৃত চা পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।তারপর ঐ চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন।যার ফলে আপনারা দেখতে পাবেন যে ওই ধোয়ার জন্য সমস্ত মশা, মাছি পালিয়ে গিয়েছে। ২) মশা তাড়াবার জন্য আর মটিনের দরকার নেই।দরকার শুধু কয়েক টুকরো কর্পূরের যা আধ কাপ জলে ভিজিয়ে খাটের নিচে রেখে দিন আর নিশ্চিতে

ত্বকের কঠিন সমস্যা মেটাতে দামি ক্রিম নয় চালের আটা ব্যবহার করুন। কিভাবে ব্যবহার করবেন?

নিউজ ডেস্কঃ সুন্দর উজ্জ্বল ত্বক চাই আমরা সকলেই ।আর ত্বকের যত্নের জন্য আমরা ব্যবহার করি নামিদামি বিভিন্ন বাজার চলতি প্রডাক্ট ও।তবে এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে রাসায়নিক ।ফলে অনেক সময় এই সমস্ত প্রোডাক্ট ব্যবহারে ত্বকের ভালো হওয়ার  বদলে  খারাপ হয় বেশি ।অপরদিকে কোনো প্বার্শপ্রতিক্রিয়া ছাড়াই  ঘরোয়া উপায়ে খুবই সহজলভ্য চালের আটা দিয়েই কিন্তু নেওয়া যায় ত্বকের যত্ন ।আর সবচেয়ে ভালো বিষয় হল সম্পূর্ণ প্রাকৃতিক এই আটা যে কেবল ত্বকের জন্য

চুলের সমস্যা মেটাতে পারে বেতো শাক

উকুন এক এমন সমস্যা যা আট থেকে আশি সকলেই ভোগায়। আর এই সমস্যার থেকে বাঁচতে অনেকেই প্রচুর টাকা খরচ করেন তবুও নিস্তার পাননা। অনেক সময় এমনও হয়েছে যে উকুনের ওষুধ ব্যবহারের ফলে চুল পরে গেছে। অনেকরই এরকম হয়েছে বলে শোনা যায়। পাশাপাশি অনেকের রাতের ঘুমেরও ব্যঘাত ঘটেছে। যার ফলে শরীর অসুস্থ হতে পারে। তবে এই কাজগুলি একটু নিয়ম মতো করতে পারলেই মুক্তি পেতে পারেন। মাথায় উকুন হলে নিমতেল লাগান। নিয়মিত

হার্টের ক্ষমতা বাড়াতে কাজ করে। কারিপাতার অসাধারণ ৭ উপকারিতা

নিউজ ডেস্কঃ বাঙালি রান্নায় এমন কিছু পাতার ব্যবহার হয় যা আপাত দৃষ্টিতে দেখলে রান্নার গন্ধ বা ফ্লেভার বাড়াতে সাহায্য করে। তবে শুধু গন্ধ নয় এই সকল পাতার কিছু সুফল ও রয়েছে। ঠিক তেমনই এক পাতা হল কারী পাতা। যা শরীরের একাধিক কাজে সাহায্য করে। দৃষ্টি শক্তির উন্নতি ঘটে কারি পাতায় রয়েছে নানান ধরনের উপাদান যেমন- আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ এবং আরও নানাবিধ মিনারেল এবং ভিটামিন ইত্যাদি যা চোখের স্বাস্থ্যের উন্নতি