বাঁধাকপির গন্ধ দূর করতে পারে এই পাউরুটি। কিভাবে ব্যবহার করবেন?
নিউজ ডেস্কঃ শাকসবজির বিকল্প এখনও আবিস্কার হয়নি। আর আবিস্কার হওয়াটা বেশ মুশকিলের ব্যাপার। তবে একটা কথা না বলেই নয়, তাহল এই শাকসবজির একাধিক গুন যা অব্যর্থ। তবে কিছু বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। আধপাকা ফল পাকাতে হবে! ফলের সঙ্গে একটা পাকা কলা রেখে পাত্রের মুখ বন্ধ করে দিন।দু-একদিনের মধ্যেই পাকাভাব চলে আসবে। ফুলকপি রান্নার আগে টুকরো করে নুন জলে ডুবিয়ে নিন।পোকামাকড় থাকলে বেড়িয়ে যাবে। বাঁধাকপি সেদ্ধ করলে বিশ্রী গন্ধ বের