রক্ত পরা বন্ধ করতে পারে। ডুমুরের অসাধারণ ১০ টি উপকারিতা
নিউজ ডেস্কঃ ডুমুর। বাঙালির প্রিয় খাওয়ার গুলির মধ্যে অন্যতম। স্বাদের পাশাপাশি এর রয়েছে প্রচুর গুনও। রয়েছে একাধিক পুষ্টি গুনও বটে। ১) ডুমুর পিত্ত আমাশার অসুখ সারিয়ে দেয়। ২) ডুমুরে যথেষ্ট লোহা থাকায় রক্তপিত্ত(স্কার্ভি), রক্তপ্রদর, রক্তপড়া অর্শ, রক্তস্রাব ও রক্তহীনতা(অ্যানিমিয়া) রোগে উপকারী। ৩) কচি ডুমুরের রসে মিছরি মিশিয়ে দিনে দুবার(১ চা চামচ ডুমুরের রস+ অর্ধ চা চামচ মিছরি গুঁড়ো) খেলে মুখ থেকে রক্ত ওঠা বন্ধ হয়।তিন দিন এইভাবে ডুমুরের রস খেতে