ভারতবর্ষের দেশীয় প্রযুক্তির রণতরীর জন্য দেশীয় যুদ্ধবিমানকে বাছাই করার পথে সেনাবাহিনী

ভারতবর্ষের দেশীয় প্রযুক্তির রণতরীর জন্য দেশীয় যুদ্ধবিমানকে বাছাই করার পথে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ  সবকিছু ঠিক থাকলে ২০২১ এর মধ্যেই ভারতবর্ষের হাতে আসতে চলেছে আরও এক যুদ্ধজাহাজ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রায়াল সম্পূর্ণ করেছে। আর এই জাহাজে কি ধরনের যুদ্ধবিমান রাখা হবে এই নিয়ে চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু হয়েছে। আর সেই কারনে বেশ কয়েকটি যুদ্ধবিমানের অফার ও পেয়ছে ভারতের নৌবাহিনী।

নৌ সেনার তাদের বিমানবাহী জাহাজ জন্য পূর্বতন 57 যুদ্ধবিমান চাহিদা থাকলে তা কমিয়ে 36 করেছিল। এবার সেই সংখ্যা কমিয়ে 20 করা হয়েছে। উল্লেখযোগ্য বর্তমানে নৌ সেনার 43 টি মিগ 29 কুব বিমান আছে যা ভারতের একমাত্র বিমানবাহী জাহাজ বিক্রমাদিত্য থেকে ও নৌ সেনা বিমান ঘাঁটি INS Hansa থেকে অপারেট করা হয়।

যদিও মার্কিন যুদ্ধজাহাজ নির্মাতা বোয়িং তাদের এফ 18 E/F সুপার হরনেট ব্লক 3 ভার্শন অফার করছে নৌ সেনার আগের 57 টি ক্যারিয়ার বর্ন ফাইটার কেনার পরিকল্পনা অনুযায়ী।  কিন্তু ভারতের প্রধান এয়ারক্রাফটের ডিজাইন এজেন্সি ADA আইরোনোটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি প্রতিরক্ষা মন্ত্রক থেকে সবুজ সংকেত পেয়েছে তাদের TEDBF প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে। TEDBF অর্থ্যাৎ টুইন ইন্জিন ডেক বেসড ফাইটার যেটা নৌ সেনা সাপোর্ট করছে ফান্ডিং দিয়ে।

সুতরাং নৌ সেনার বর্তমান চাহিদা কমে এসেছে 57 থেকে মাত্র 20 টি তে। এখন 20 টি বিমানের জন্য নৌ সেনা অন্য কোন ক্লাস বিমান নিতে চাইছে না কারণ তাদের বাজেট লিমিটেড ,তাদের সাবমেরিন জাহাজ হেলিকপ্টার প্রকল্পের জন্য বাজেট দরকার। এক একটি এফ 18 দাম 450 কোটি টাকার কাছে এক একটি রাফায়েল 640 কোটি টাকা কিন্তু মিগ 29 কুব 120 কোটি উপরন্তু এদের AESA একটিভ ইলেকট্রনিক স্ক্যান আরে রাডার সিস্টেম ও Astra bvr লাগলে অনায়াসে চিনা জে 15 মোকাবেলা করতে পারবে। নৌ সেনা তাদের দুই জাহাজে 20 টি করে মিগ 29 k বিমান রাখতে চায়।আর তাদের নৌ বিমান ঘাঁটি HANSA তে বাকি বিমান।অর্থাৎ আরো 20 টি মিগ 29 K  নিতে পারে সেনা। 2026 নাগাদ Tedbf প্রোটোটাইপ উড়ান শুরু করবে। 2027 থেকে 28 ক্যারিয়ার উপর টেস্ট হবে 2029 থেকে 30 লিমিটেড আকারে প্রোডাকশন হবে ও আরো কিছু নতুন অত্যাধুনিক Amca বিমান বৈশিষ্ট্য নিয়ে 2034 সালে মাস প্রোডাকশন শুরু হবে। এর মধ্যে মিগ 29 কুব গুলো ধাপে ধাপে অবসর নেবে।

সূত্রের মতে  এক ডিফেন্স মিনিস্ট্রি অফিসিয়াল বলেছেন সবুজ সংকেত পাওয়া আগে আগে নৌ সেনা 80 থেকে 100 টি এই জাতীয় বিমান ক্রয় করার পরিকল্পনা অনুমোদন করেছে। বায়ু সেনা যদিও তাদের Tejas Mk2 সিঙ্গল ইঞ্জিন বিমানের উপর জোর দিচ্ছে। কিন্তু তারা Tedbf এর বায়ু সেনা ভার্শন ORCA অমনি রোল কমবাট এয়ারক্রাফট 50 টি মত নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। নৌ সেনা ভার্শন টি যেখানে 24 টন সর্বোচ্চ ওজন নিয়ে টেক অফ করতে পারে, বায়ু সেনা ভার্শন 23.5 টন ওজন নিতে পারবে। Ada তাদের Tejas mk1,mk1A , mk 2 ও নেভাল tejas প্রোগ্রাম থেকে মূল্যবান তথ্য পেয়েছে তাদের Tedbf প্রোগ্রাম সম্পূর্ণ করতে।

2021 প্রথমদিকে ফাইনাল ডিজাইন সিল মোহর পরে যাবে। Aero India 2021 এর স্কেলড ডিজাইন পাবলিক করা হবে , Tedbf অত্যাধুনিক জেট গুলোর সঙ্গে যাতে পারফর্ম করতে পারে তার জন্য Amca বিমান বেশ কিছু টেকনোলজি এতে ব্যাবহার হবে,DS অর্থ্যাৎ ডাইভার্ট লেস সুপারসনিক ইনলেট অর্থ্যাৎ বিপক্ষের রাডার সিগনাল ডিফলেক্ট করার ক্ষমতা ,AI আর্টিফিশিয়াল ইন্টেল যুক্ত টেক অফ আর ল্যান্ডিং প্রনালী, উত্তম Aesa রাডার আর ভবিষ্যতের হাতিয়ার DEW অস্ত্র অর্থাৎ লেজার বা মাইক্রোওয়েভ হাতিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *