নিউজ ডেস্কঃ ভারতের হাতে একের পর যুদ্ধাস্ত্র আসতে শুরু করেছে। শুধু তাই নয় প্রাচীন অস্ত্রশস্ত্র গুলিকেও এবার মডিফাই করা শুরু করা হয়েছে। একাধিক অস্ত্র ইতিমধ্যে আপগ্রেড করা হয়েছে। কিছুদিন আগে হ্যান্ড গ্রেনেড গুলিকে পরিবর্তন করা হয়েছিল। এবার ভারতের হাতে আসছে ৭২০০০ নতুন রাইফেল,
ভারতীয় ফ্রন্টলাইন ইনফ্যন্ট্রি ট্রুপস পাবে এই SIG-716G2 প্যট্রল ব্যটেল রাইফেল। আমেরিকা ছাড়াও সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, জর্ডান, ইংল্যান্ডের মতো দেশ এই রাইফেল ব্যবহার করে। ২০১০ সালে প্রথম সার্ভিসে আসে এই ভয়ংকর বন্দুকটি।