হেলিকপ্টার ক্রয় করার পথে ভারতবর্ষ। দেশীয় কোম্পানির থেকে নেওয়া হতে পারে?

হেলিকপ্টার ক্রয় করার পথে ভারতবর্ষ। দেশীয় কোম্পানির থেকে নেওয়া হতে পারে?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষ এবার সমুদ্রে নিজেদের ক্ষমতা বাড়াতে চলেছে। আর সেই কারনে একাধিক ডিফেন্সিভ ইক্যুইপমেন্ট ক্রয় করবে। সেই কারনে ভারতীয় নেভি ১১১ টি নেভাল ইউটিলিটি হেলিকপ্টার টেন্ডার বের করেছে। আর সেখানে তারা হ্যালের তৈরি অ্যডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) এর নেভাল ভার্সন (NUH)কে অফার করাছিল তবে তারা ভারতবর্ষের নেভি এই হেলিকপ্টারকে পছন্দ করেনি। কারন এই হেলিকপ্টারটি সমুদ্রে সার্চ এন্ড রেসকিউ অপারেশন করতে তেমন সফল হয়নি।

এই হেলিকপ্টারটি হাই অল্টিটিউড অপারেশানের জন্য বিশেষ করে ডিজাইন করা হয়েছিল। মুলত এর সমস্যা হল ব্লেড ফোল্ডিং ক্যপেবিলিটিতে। সার্চ অপারেশানের জন্য যখন খুব কম সময় পাওয়া যায় সার্চ অপারেশানের জন্য আর সেই সময় ডেপলয় করতে বেশ খানিকটা সময় লেগে যায়।

এর পারফরম্যান্সের জন্য নেভি খুব একটা খুশী নয়, কারন ইতিমধ্যে নেভি এই হেলিকপ্টার ব্যবহার করে। এই ১১১ টি হেলিকপ্টারের চুক্তি ভারতবর্ষেরই চারটে কোম্পানিকে বাছাই করা হতে পারে যারা বিদেশী কোম্পানির সাথে যৌথভাবে এটিকে দেশেই তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *