নিউজ ডেস্কঃ মিগ ২৯ থেকে শুরু করে রাশিয়ার এস ৪০০ যাতে আরও তাড়াতাড়ি ভারতের হাতে আসে সেই বিষয়ে রাশিয়ার সাথে কথা হয়েছে। তবে একটা সময় ভারতকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান সুখোই সু ৫৭ র মতো বিমান অফার করা হয়েছিল। কিন্তু সু ৫৭ ভারতের প্রাথমিক চাহিদা পূরণ করতে পারবেনা বলে সেই চুক্তি করা হয়নি বলে মত একাধিক বিশেষজ্ঞদের। এবার সেই বিমানে একাধিক উচ্চমানের কনফিগারেশান বাড়াতে চলেছে রাশিয়া।
রাশিয়ান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান SU-57 এ নিউক্লিয়ার এক্সপ্লোশন প্রটেকশন ইনস্টল করা হয়েছে। এই সিস্টেম মূলত SU-57 এর পাইলট কে পরমাণু বিস্ফোরণের তীব্র আলো, ইলেকট্রোম্যগনেটিক, আল্ট্রাভাযোলেট ও ইনফ্রারেড রেডিয়েশন থেকে রক্ষা করবে।
পৃথিবীর আর অন্য কোনো এই ক্লাসের যুদ্ধবিমানে এই প্রটেকশন সিস্টেম নেই। সাধারনতভাবে স্ট্রাটেজিক বোম্বার গুলোতে নিউক্লিয়ার এক্সপ্লোশন প্রটেকশন সিস্টেম ইন্সটল করা হয়। রাশিয়ার এই কাজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Su-57 কে বিশেষভাবে পরমাণু যুদ্ধের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে।