নিউজ ডেস্কঃ পাকিস্তানকে আসতে আসতে চীন গ্রাস করছে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। কারন আসতে আসতে ঋণের পাহাড় হয়েছে পাকিস্তানের। কয়েকমাস আগে সৌদি আরবকে $১ বিলিয়ন ঋণ পরিশোধ করেছে পাকিস্তান।
কিন্তু আসলে কোনও ঋণ পরিশোধ ই করেনি তারা। উল্টে ঋণ পরিশোধ করতে গিয়ে ঋণ করতে হয়েছে তাদের। পাকিস্তান সৌদি থেকে দেড় বছর আগে $৩বিলিয়ন লোন নিয়েছিল। সেটারই প্রথম কিস্তি পরিশোধ করেছে।
আর এই $১বিলিয়ন সৌদিকে পরিশোধ করতেই চীন থেকে এই $১বিলিয়ন নিয়েছে পাকিস্তান। আর এইভাবে আসতে আসতে পুরো পাকিস্তান গ্রাস করছে চীন।