February 6, 2021

ঘুষ কেলেঙ্কারিতে নাম রয়েছে আমেরিকার সরকারেরও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক ফাইটার জেট বিশ্বের দরবারে বেশ প্রশংসনীয়। ঠিক তেমনই ভাবে বেশ কিছু বাজে যুদ্ধবিমান তৈরি করার কারনে একাধিকবার তাদের নাক কাটা গেছে। বেশ কিছু বছর আগে এই এফ ১০৪। এবং সবচেয়ে মজার ব্যাপার হল এই বিমানের প্রস্তুতকারী কোম্পানি ছিল লকহিড মার্টিন। যারা একের পর এক বিশ্বজয়ী মার্কিন যুদ্ধবিমান বানিয়েছে। এফ ২২ র‍্যাপ্টর থেকে শুরু করে এফ ৩৫ এর মতো বিমান পরবর্তীকালে তারা তৈরি করেছে। অথচ মজার ব্যাপার

পৃথিবীর ভয়ংকরতম গতির ১০টি যুদ্ধবিমান। দেখেনিন এদের গতি

ডিফেন্স ডেস্কঃ মিরাজ ২০০০ থেকে শুরু করে শুখোই সু ৩০ মিগ ২৭ এর মতো একাধিক যুদ্ধবিমান ভারতের বায়ূ সেনার কাছে রয়েছে। যেগুলি শত্রু পক্ষের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ভারতের হাতে যে অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি রয়েছে সেগুলি চতুর্থ প্রজন্মের বিমান হলেও, ভারতের হাতে যে দ্রুতগামি বিমান গুলি রয়েছে সেগুলি সর্বাধিক কত দ্রুত উড়তে পারে? বা সেইবিমান গুলি কি পৃথিবীর প্রথম দশটি দ্রুতগামী বিমানের মধ্যে পরে? দেখে নেওয়া যাক। sukhoi su 27

চতুর্থ প্রজন্মের বিমান ক্রয়ের পথে সেনা। তবে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সহজেই টেক্কা দেবে। দেখেনিন এর ক্ষমতা এক ঝলকে

নিউজ ডেস্কঃ জরুরী ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু মিগ ২৯ কেনা হচ্ছে। কিছুদিন আগেই বলা হয়েছিল পুরনো মিগ বিমান গুলিকে আপগ্রেড করা হবে। ভারতের হাতে বর্তমানে ৫৯ টি মিগ ২৯ UPG রয়েছে। সেক্ষেত্রে আরও ২১ টি বিমান ভারতীয় বায়ুসেনায় যোগ হলে ভারতের আরও দুটি স্কোয়াড্রন যুদ্ধবিমান যুক্ত হবে, সেক্ষেত্রে ভারত বেশ কিছুটা এগিয়ে যাবে। তবে প্রশ্ন হল যে পুরনো মিগ কেনা নিয়ে। এবং ভারতের কাছে থাকা সত্ত্বেও কেন পুরনো

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের পথে জাপান। হটাৎ এমন সিদ্ধান্ত কেন?

নিউজ ডেস্কঃ ভারতের শত্রু হাতে গোনা তবে বন্ধু দেশ হাতে গোনা সম্ভব নয়। সারা পৃথিবীতে এতো দেশ আছে যারা সবসময় ভারতের পক্ষেই কথা বলবে, তার মধ্যে অন্যতম আরেকটি দেশ হল জাপান। জাপান এমন একটি দেশ যারা রাতারাতি যেকোনো জিনিস তৈরি করে সারা বিশ্বকে চমক দিতে পারে। এবং এই ব্যাপার নিয়ে তারা ইতিমধ্যে একাধিকবার প্রমাণও দিয়েছে। জাপান এবার তাদের নিজস্ব একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে আনার চেষ্টা করছে। জাপান তাদের F-2

পুরো পাকিস্তানকে গ্রাস করছে চীন। $১বিলিয়ন ডলার সৌদিকে ঋণ পরিশোধ করতে ইমরান খানের পাশে চীন

নিউজ ডেস্কঃ পাকিস্তানকে আসতে আসতে চীন গ্রাস করছে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। কারন আসতে আসতে ঋণের পাহাড় হয়েছে পাকিস্তানের। কয়েকমাস আগে সৌদি আরবকে $১ বিলিয়ন ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। কিন্তু আসলে কোনও ঋণ পরিশোধ ই করেনি তারা। উল্টে ঋণ পরিশোধ করতে গিয়ে ঋণ করতে হয়েছে তাদের। পাকিস্তান সৌদি থেকে দেড় বছর আগে $৩বিলিয়ন লোন নিয়েছিল। সেটারই প্রথম কিস্তি পরিশোধ করেছে। আর এই $১বিলিয়ন সৌদিকে পরিশোধ করতেই চীন থেকে এই

শত্রুর যোগাযোগের লিংক জ্যামিং করবে এবার ভারতের এই অত্যাধুনিক টেকনোলোজি

নিউজ ডেস্কঃ রাফালের আগেই ভারতের হাতে সুখোই সু ৩০ র মতো বিধ্বংসী যুদ্ধবিমান রয়েছে। সুখোই সিরিজের এই বিমানকে পৃথিবীর অন্যতম সেরা বিমান গুলির মধ্যে ধরা হয়। বিশেষ করে ভারতের হাতে থাকা সুখোই এর সাথে ইসরায়েলের একাধিক কনফিগারেশানের ফলে এটি আরও ভয়ংকর। এই বিমানে লাগানো সাথে ছবিতে দেখতে পাচ্ছেন নেত্রা আও্যাক্স। নেত্রা আও্যাক্স এর একাধিক ক্ষমতা আছে। এর ট্র্যাকিং রেঞ্জ হল ৫০০ কিমি। দূর্দান্ত ইলেকট্রনিক কাউন্টার-কউন্টারমেজরের সাথে নেত্রাতে এখন ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের

৫০,০০০ ফুট উচ্চতায় একটানা ৪০ ঘন্টা অপারেশন দেবে। কবে আসবে এই ড্রোন সেনাবাহিনীর হাতে?

নিউজ ডেস্কঃ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা বড় ব্যাপার হল যে রাশিয়া অর্থ পেলে শত্রু পক্ষকেও অস্ত্র বিক্রয় করতে পিছুপা হয়না, আর আমেরিকা তা করেনা তবে কিছু ক্ষেত্রে আমেরিকার জিনিসের দাম প্রচুর হয়। অন্যদিকে আমেরিকার জিনিসের দাম প্রচুর হলেও তা বিশ্বমানের হয়ে থাকে এবং শত্রুপক্ষকে বিক্রি করেনা। একটি ড্রোনের দাম ১০০ মিলিয়ন ডলার বা  প্রায় ৭০০ কোটি টাকা। ড্রোন গুলি শুধু সার্ভিলেন্স ভার্সন না এগুলি অস্ত্র বহন করতেও সক্ষম। এই

পরমাণু যুদ্ধের কথা মাথায় রেখে ভারতের জন্য যুদ্ধবিমান তৈরি?

নিউজ ডেস্কঃ মিগ ২৯ থেকে শুরু করে রাশিয়ার এস ৪০০ যাতে আরও তাড়াতাড়ি ভারতের হাতে আসে সেই বিষয়ে রাশিয়ার সাথে কথা হয়েছে। তবে একটা সময় ভারতকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান সুখোই সু ৫৭ র মতো বিমান অফার করা হয়েছিল। কিন্তু সু ৫৭ ভারতের প্রাথমিক চাহিদা পূরণ করতে পারবেনা বলে সেই চুক্তি করা হয়নি বলে মত একাধিক বিশেষজ্ঞদের। এবার সেই বিমানে একাধিক উচ্চমানের কনফিগারেশান বাড়াতে চলেছে রাশিয়া। রাশিয়ান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান

মানুষ ছাড়াই উড়বে হেলিকপ্টার। কবে আসতে চলেছে সেনাবাহিনীর হতে?

নিউজ ডেস্কঃ যতদিন যাচ্ছে ততই ভয়ংকর অস্ত্র তৈরি করছে একাধিক দেশ। বিশেষ করে আমেরিকা বা রাশিয়া। তবে পিছিয়ে নেই রাশিয়ার একাধিক দেশ। তবে আনম্যান্ড অর্থাৎ মানুষ ছাড়াই ব্যবহার করা যাবে এমন অস্ত্রের সংখ্যা বাড়ছে দিনের পর দিন। ইতিমধ্যে বিশেষ কিছু ভয়ংকর ড্রোন তৈরি করেছে আমেরিকা, কিছুদিনের মধ্যে ভারতবর্ষ হাতে পাবে। এবার আনম্যান্ড হেলিকপ্টারও তৈরি করার চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফ্রান্সের এয়ারবাসের তৈরি VSR700 প্রোটোটাইপ স্কাচিবেল ও রাইথিয়ন এর তৈরি

হার্ট এবং লিভারের কঠিন সমস্যা ঠিক করতে পারে। অর্জুন গাছের ছালের অসাধারণ কিছু উপকারিতা

১. অ্যাজমা রোগের ওষুধ : অর্জুন গাছের ছাল অ্যাজমার ক্ষেত্রে একটি ধন্বন্তরি ওষুধ হিসাবে কাজ করে।তাই যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত অর্জুন গাছের ছাল গুঁড়ো করে দুধে মিশিয়ে খেতে পারেন তাহলে এই অ্যাজমার সমস্যা তাদের অনেক কমে যাবে। ২. হৃদরোগ থেকে দূরে রাখে  অর্জুন গাছের ছাল  হার্টকে ভালো রাখে কার্যকর ভূমিকা পালন করে।এই গাছে ছাল হার্টকে সুস্থ রাখতে বিভিন্ন রকমের সিস্টেম যেমন- কার্ডিয়াক মাসল শক্তিশালী করে, হার্টের মধ্যে রক্ত