নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই আমেরিকার মসনদে বসেছে জো বাইডেন। আমেরিকার রাজনৈতিক দলের পরিবর্তনের জন্য যে সারা পৃথিবীর একাধিক নীতি বদল হতে চলেছে তা বলাই বাহুল্য। তবে আমেরিকা যাই করুক না কেন তাদের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করবে তা বলাই যেতে পারে। ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক বজায় না রাখলে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে। আর সেই কারনে প্রেসিডেন্ট পদে বসার পর বাইডেন ভারতের পক্ষে ইতিমধ্যে দু একটি সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে সামরিক ক্ষেত্রে।
৩-৫ ফেব্রুয়ারী পর্যন্ত হওয়া এ্যারোইন্ডিয়া শো তে আমেরিকার যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার, ব্যাটেল ট্যাঙ্কের মতো বেশ কিছু যুদ্ধাস্ত্র অংশগ্রহণ করছে। বোয়িং F-15EX, F-18 SH block III, AH-64E অ্যাপাচি, Kc-46 ট্যাংকার ও ৭৮৭ ড্রিমলাইনার মডেল শো করছে ভারতবর্ষের এই শো তে। ইতিমধ্যে আমেরিকার ভয়ংকর বম্বার এর দেখে গেছে এই শো তে।