নিউজ ডেস্কঃ একটা সময় এমন ছিল যখন রাশিয়া সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি হয়ে গেছিল ভারতের জন্য। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে রাশিয়ার ভূমিকা ছিল আক্রমণাত্মক। শুধু আমেরিকা নয় ইংল্যান্ড ও তাদের এয়ারক্রাফট পাঠিয়ে দিয়েছিল। আর ঠিক সেই সময় রাশিয়া তাদের সাবমেরিন পাঠিয়ে দিয়েছিল।
আজ থেকে প্রায় ৫০ বছর আগে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইউএসএস এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ার কে বঙ্গোপসাগরে পাঠিয়েছিল ভারতের বিরুদ্ধে। ঠিক তার ৫০ বছর পর এখন আমেরিকা ইউএসএস নিমিতজ নিউক্লিয়ার পাওয়ার সুপার ক্যারিয়ার কে সেই একই বঙ্গোপসাগরে পাঠিয়েছিল ভারতের সাথে বন্ধুত্বের নিদর্শন হিসাবে! অর্থাৎ বুঝতেই পারছেন সময় কিভাবে পরিবর্তন হয়।
একদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে ভিসা দেবেনা বলে জানিয়েছিল আমেরিকা। কিন্তু আজ সেই আমেরিকাই মোদীকে ডেকে একাধিক প্রস্তাব থেকে শুরু করে বিশেষ মর্যাদা দিচ্ছে।