February 4, 2021

১০,০০০ ফুট উচ্চতায় ইঞ্জিন চালু করতে পারবে রাফালে। ১৩ টি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত হবে কেবল ভারতীয় রাফালেতে। এক ঝলকে দেখেনিন বৈশিষ্ট্য গুলি

নিউজ ডেস্কঃ ভারতের যেকোনো যুদ্ধবিমান আসলে সেই যুদ্ধবিমান গুলিতে একাধিক ইসরায়েলের প্রযুক্তি যুক্ত করা হয়ে থাকে। যেমন সুখোই সু ৩০ এম কে আই এর সাথে একাধিক প্রযুক্তি যুক্ত করার পর এটিকে পৃথিবীর অন্যতম ভয়ংকর যুদ্ধবিমান হিসাবে ধরা হয়ে থাকে। ঠিক সেইরকম ভাবে ভারতের হাতে আসা রাফালে গুলিকে একাধিক ইসরায়েলের প্রযুক্তি যুক্ত করা হবে। এবং তা শেষ ২০২৩ র মধ্যে। ১২০০০ ফুট উচ্চতায় ইঞ্জন চালু করার সক্ষমতা। আপগ্রেডেড রেডার ওয়ার্নিং রিসিভার

লাদাখে চীনের বিরুদ্ধে লড়তে ১৫০ র উপরে দেশীয় হেলিকপ্টার আসছে সেনাবাহিনীতে

নিউজ ডেস্কঃ লাইট কমব্যাট হেলিকপ্টার অর্থাৎ LCH দীর্ঘ ১০ বছর ধরে পরে আছে, অর্থাৎ ২০১০ সালে ফ্লাইট টেস্ট কমপ্লিট।  এল সি এইচকে লাদাখে পাঠানো হয়েছিল। মোট দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। বেশ কিছুদিন ধরে এই হেলিকপ্টার দুটি অপারেশানালে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলিতে এটি হেলিকপ্টার দুটি পেট্রোলিং করে আসছে। কমব্যাট পেট্রলিং এর সময় এগুলিতে রকেট পড ও মেইন গান অ্যাক্টিভ ছিল। কিছুদিন আগে আনুষ্ঠানিক ভাবে LCH কে অর্ডার না করেও,বায়ুসেনা LCH

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আবারও দুটি আলাদা ব্লক তৈরি হয়েছে। কোনদিকে রয়েছে ভারতবর্ষ?

নিউজ ডেস্কঃ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি ব্লক তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি আলাদা ব্লক তৈরি হয়েছিল। নিউইয়র্ক টাইমস এর মতে বিশ্বে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত দুটো ব্লক তৈরি হয়ে গেছে। একদিকে রাশিয়া,চীন, পাকিস্তান, উত্তর কোরিয়া,ইরান ও তুরস্কের ব্লকের বিরুদ্ধে আমেরিকা, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরাইল, অস্ট্রেলিয়া ও ন্যাটোর জোট গঠন হয়েছে এবং বরাবরের মতন ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান জোটেই থাকবে। যদিও ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের কথা সকলেরই জানা।

তিনরকমের মিসাইল যুক্ত করা হল ভারতের প্রধান যুদ্ধবিমানে। দেখেনিন তিন ধরনের মিসাইলের রেঞ্জ

নিউজ ডেস্কঃ ভারত-চীন উত্তেজনার মধ্যে ভারতের সুখোই সু ৩০ কে চীন সমীহ করে চলবে তা বলাই বাহুল্য। কারন সুখোই র ক্ষমতা এবং বিধ্বংসী রুপের জন্য পৃথিবীর অন্যতম ভয়ানক বিমান হিসাবে ধরা হয়ে থাকে। সম্প্রতি ব্রহ্মস মিসাইল এতে সংযুক্ত হওয়ার পর এর ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। একটি সুখোই-৩০এমকেআই এর সাথে ১২টি এয়ার টু এয়ার মিসাইল। এটাই হল ডেডিকেটেড এয়ার সুপেরিয়রিটি। ১/ ৪ × আর-৭৩ শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। রেঞ্জ-

একটা সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। ৫০ বছরের মধ্যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ১৮০ ডিগ্রী ঘুরল

নিউজ ডেস্কঃ একটা সময় এমন ছিল যখন রাশিয়া সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি হয়ে গেছিল ভারতের জন্য। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে রাশিয়ার ভূমিকা ছিল আক্রমণাত্মক। শুধু আমেরিকা নয় ইংল্যান্ড ও তাদের এয়ারক্রাফট পাঠিয়ে দিয়েছিল। আর ঠিক সেই সময় রাশিয়া তাদের সাবমেরিন পাঠিয়ে দিয়েছিল। আজ থেকে প্রায় ৫০ বছর আগে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইউএসএস এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ার কে বঙ্গোপসাগরে পাঠিয়েছিল ভারতের বিরুদ্ধে। ঠিক তার ৫০ বছর পর এখন

৫০০ ফুট উচ্চতায় টানা দেড় ঘন্টা সার্ভিস দেবে। বিধ্বংসী ড্রোন আসছে সেনাবাহিনীর হাতে

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের একটি ড্রোন ধরা পরে। কাশ্মীরের একাধিক পরিস্থিতি জানতে এবং খেয়াল রাখতেই যে এই ড্রোন মাঝে মধ্যেই ব্যবহার করে থাকে পাকিস্তান তা বেশ ভালো করেই জানে ভারতীয় সেনা, তবে চীনের থেকে নেওয়া এই পাকিস্তানি ড্রোন গুলি সেরকম ভালো মানের হয়না তা একাধিকবার প্রমান হয়েছে। এবার পাকিস্তান এবং চীনকে চাপে রাখতে ২০০ টি ড্রোন ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। ভারত আমেরিকা থেকে ২০০ টি RQ-11Raven

এবার থেকে জলের নীচে ৪৫ দিন কাটাতে পারে সেনাবাহিনীর এই বিধ্বংসী সাবমেরিনটি। দেখুন বিধ্বংসী ক্ষমতা

নিউজ ডেস্কঃভারতীয় সেনাবাহিনীর এখনও প্রচুর অস্ত্র রাশিয়ার থেকে ক্রয় করে থাকে। তবে একটা সময় ছিল ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৯০ শতাংশ অস্ত্র আসত সোভিয়েত ইউনিয়নের থেকে। আর সেই সকল জিনিস এখনও প্রচুর পরিমাণে রয়েছে ভারতের হাতে। বিশেষ করে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন। ভারতীয় সেনাবাহিনীর হাতে এখনও প্রচুর পরিমাণে সেইসকল যুদ্ধাস্ত্র গুলি রয়েছে। আর সেই গুলিকে এখন আপডেট করা হচ্ছে সম্প্রতি। বিশেষ করে ভারতের হাতে বেশ কিছু রাশিয়ান সাবমেরিন রয়েছে যেগুলি