১০,০০০ ফুট উচ্চতায় ইঞ্জিন চালু করতে পারবে রাফালে। ১৩ টি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত হবে কেবল ভারতীয় রাফালেতে। এক ঝলকে দেখেনিন বৈশিষ্ট্য গুলি
নিউজ ডেস্কঃ ভারতের যেকোনো যুদ্ধবিমান আসলে সেই যুদ্ধবিমান গুলিতে একাধিক ইসরায়েলের প্রযুক্তি যুক্ত করা হয়ে থাকে। যেমন সুখোই সু ৩০ এম কে আই এর সাথে একাধিক প্রযুক্তি যুক্ত করার পর এটিকে পৃথিবীর অন্যতম ভয়ংকর যুদ্ধবিমান হিসাবে ধরা হয়ে থাকে। ঠিক সেইরকম ভাবে ভারতের হাতে আসা রাফালে গুলিকে একাধিক ইসরায়েলের প্রযুক্তি যুক্ত করা হবে। এবং তা শেষ ২০২৩ র মধ্যে। ১২০০০ ফুট উচ্চতায় ইঞ্জন চালু করার সক্ষমতা। আপগ্রেডেড রেডার ওয়ার্নিং রিসিভার