নিউজ ডেস্কঃ L&T এর তৈরী আনম্যান্ড আন্ডার-ওয়াটার ভেসেল আমোঘ এর ট্রায়াল চলছে সমুদ্রে। ২০২০ সালে ডিফেন্স এক্সপো তে L&T তাদের এই আন্ডার ওয়াটার ভেসেল জনসম্মুখে আনে। এটি মূলত সমুদ্রের নীচে গোয়েন্দাগীরির জন্য তৈরি করা। এটি তৈরি করা হয়েছে উচ্চ প্রযুক্তির বিভিন্ন সেন্সর,ক্যামেরা দিয়ে।
৭ নট গতিতে প্রায় বাইশ ঘন্টা অপারেশন এ থাকতে পারে। এর অপরাশনাল ডেপ্থ ১০০০ মিটার, ওজন ১০০০ কেজি। ৩০ বছর পুরনো এই কোম্পানি এই প্রযুক্তির ভেসেল টি ভারতীয় সেনাকে সুবিধা দেবে বলে আশা করা যায়।