অক্সিজেন ছাড়াও এবার চালানো যাবে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান

অক্সিজেন ছাড়াও এবার চালানো যাবে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে তেজাস আসার পর যে বায়ুসেনার ক্ষমতা বাড়বে তা বলাই বাহুল্য। কারন দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যে বিধ্বংসী তা ইতিমধ্যে প্রমানিত। ভারতের এই যুদ্ধবিমানের বেশিরভাগ জিনিসই দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে।

হিন্দুস্থান আইরনটিক্স লিমিটেড (HAL) এর হালকা জঙ্গি বিমান LCA Tejas। এর একটি প্রধান বৈশিষ্ট হল এর অনবোর্ড লাইফ সাপোর্ট সিস্টেম যা বিমানের রেঞ্জ বহুগুণ বাড়িয়ে দেয়। অক্সিজেন এভাবে পাইলট কে বিমান মাটিতে নামিয়ে আনতে হয় না। অক্সিজেন সিলিন্ডার নিয়ে উড়তে হয় না পাশাপাশি বিমানের ইন্জিন একে পাওয়ার দেয়। এটি তৈরী করেছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO।

LRU তৈরী হয়েছে লাইন রিপ্লেসবেল ইউনিট।

অনবোর্ড অক্সিজেন জেনারেটিং সিস্টেম OBOGS।

ব্যাক আপ অক্সিজেন সিস্টেম BOS।

প্রেশার রেগুলেটর PR উচ্চতা অনুযায়ী অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা।

ইমারজেন্সি অক্সিজেন সিস্টেম EOS আর অক্সিজেন সেন্সর OS ।

ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ECU সঙ্গে আন্টি জি ভালভ অর্থাৎ অভিকর্ষ চাপ থেকে পাইলট কে রক্ষা করার প্রনালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *