নিউজ ডেস্কঃ চীনকে যে বিশ্বের অনেক দেশই পছন্দ করেনা তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে ইতিমধ্যেই। সারা পৃথিবীতে চীন বিরোধী একটা শক্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর সেই কারনে চীনের বিরুদ্ধে কথা বলতে বা যেকোনো বড় সিদ্ধান্ত নিতে পিছুপা হচ্ছেনা তাইওয়ান।
তাইওয়ানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে কিছুদিন আগে যাতে তাইওয়ান এর পাসপোর্ট থেকে “রিপাবলিক অফ চায়না” লেখা টা তুলে দেওয়া হবে। এমনকি তাইওয়ান এর ন্যশনাল এয়ারলাইন্স এর নাম এতদিন চায়না এয়ারলাইন্স ছিল সেটাও পরিবর্তন করা হবে।