ইসরায়েলের বিধ্বংসী বন্দুক। ওয়ান শট ওয়ান হিট অ্যসল্ট রাইফেল আসছে

ইসরায়েলের বিধ্বংসী বন্দুক। ওয়ান শট ওয়ান হিট অ্যসল্ট রাইফেল আসছে

নিউজ ডেস্কঃ ইসরায়েল যে অসাধারণ কে সাধারণ এবং অবিশ্বাস জিনিসকে বিশ্বাস করাতে পারে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। উঠে এসেছে নইলে একা একটি দেশ সাতটি দেশের সাথে যুদ্ধ করে সবাইকে থামিয়ে রাখতে পারেনা। এটা আরও একবার প্রমান করাতে চলেছে তারা।

ইসরায়েলের এবার এক নতুন কোম্পানি তাক লাগাল সারা বিশ্বকে। তারা নতুন এক সিস্টেম তৈরি করেছে যা এককথায় অবিশ্বাস্য। “Smart Shooter”  নামে তারা এক নতুন ওয়েপনস সিস্টেম তৈরি করেছে। “Smash shooter” নামক এই ওয়েপনস টা আসলে একটি রিমোট কন্ট্রোল গান। অপারেটর সুবিধাজনক স্থানে থেকে শত্রু কে এটা দিয়ে আক্রমণ চালাতে সক্ষম হবে।

ওয়ান শট ওয়ান হিট ক্যপেবেলিটি যুক্ত এই সিস্টেম অ্যসল্ট রাইফেলের দুনিয়ায় রেভোলিউশন ঘটাতে পারে বলে মত একাধিক বিশেষজ্ঞের। আসলে এটি একটি অটোনোমাস অ্যসল্ট রাইফেল। এর ব্যবহারে ফলে জীবনের ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *