আগের বছরে মোট কত টাকার বিনিয়োগ এসেছে ভারতে?

আগের বছরে মোট কত টাকার বিনিয়োগ এসেছে ভারতে?

নিউজ ডেস্কঃ একের পর এক বড় বড় পদক্ষেপ গ্রহন করছে ভারতবর্ষ। আর সেক্ষেত্রে যে ভারতের একাধিক লাভ হচ্ছে তা একাধিক রিপোর্টে বেরিয়ে এসেছে।

ভারতবর্ষে প্রতিবছর FDI(Foreign direct investment)  এর ফ্লো প্রতিবছর রেকর্ড পরিমানে বৃদ্ধি পাচ্ছে। ২০২০-২০২১ অর্থ বৎসরে তুলনায় বেশি FDI এসেছে ভারতে। ২০১৯-২০সালে ভারতে মোট FDI এসেছে $৭৪বিলিয়ন।  যা আগের অর্থ বৎসরের তুলনায় ২০শতাংশ বেশি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *