February 1, 2021

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হাতে কত গুলি ভয়ংকর যুদ্ধজাহাজ ছিল?

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে আক্রমণ শানাতে আমেরিকার যুদ্ধজাহাজ গুলি যে কোনও সময় যে ভয়ংকর রুপ ধারন করতে পারে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। দক্ষিণ চীন সাগরে গড়ে ওঠে সামরিক কার্যকলাপের জন্য আমেরিকার যুদ্ধজাহাজ গুলির ভূমিকা প্রশংসনীয়। তবে সম্প্রতি যে আমেরিকার যুদ্ধজাহাজ গুলির ক্ষমতা বেড়েছে তা ঠিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই একের পর এক যুদ্ধজাহাজ বানিয়েছে যেমন ইউ এস এন্টারপ্রাইজের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও আমেরিকার নৌবহর যথেষ্ট ঈর্ষণীয় ছিল।লাইফ ম্যাগাজিনে

লাঙ্গলের মত মাটি খুড়তে খুড়তে ট্যাঙ্ককে এগিয়ে নিয়ে যাবে। সেনাবাহিনীর জন্য আসছে বিধ্বংসী অস্ত্র

নিউজ ডেস্কঃ চীন-ভারত উত্তেজনা যে ভারতের ডিফেন্স সেক্টরে একটা বিরাট পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য। এবার সেরকমটাই দেখা গেল। সেনাবাহিনীর সরঞ্জামের জন্য একের পর এক বিনিয়োগ করে চলেছে সরকার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর টি-৯০এস/এসকে ট্যঙ্কের জন্য ৫৫৭কোটি টাকার বিনিময়ে ১৫১২টি মাইন প্লফিং সিস্টেম ক্রয় করতে চলেছে। ভারত আর্থ মুভার্স লিমিটেডের সঙ্গে। এগুলি লাঙ্গলের মত মাটি খুড়তে খুড়তে ট্যাঙ্ককে এগিয়ে নিয়ে যায়। মাটির ভেতরে থাকা মাইনে ট্যাঙ্কের চাকা ওঠে না।

অক্সিজেন ছাড়াও এবার চালানো যাবে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে তেজাস আসার পর যে বায়ুসেনার ক্ষমতা বাড়বে তা বলাই বাহুল্য। কারন দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যে বিধ্বংসী তা ইতিমধ্যে প্রমানিত। ভারতের এই যুদ্ধবিমানের বেশিরভাগ জিনিসই দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। হিন্দুস্থান আইরনটিক্স লিমিটেড (HAL) এর হালকা জঙ্গি বিমান LCA Tejas। এর একটি প্রধান বৈশিষ্ট হল এর অনবোর্ড লাইফ সাপোর্ট সিস্টেম যা বিমানের রেঞ্জ বহুগুণ বাড়িয়ে দেয়। অক্সিজেন এভাবে পাইলট কে বিমান মাটিতে নামিয়ে আনতে হয় না। অক্সিজেন

ইসরায়েল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকেও তোয়াক্কা করেনা। সিরিয়াতে ঢুকে ৫ জনকে ক্ষতম করেছিল ইসরায়েল

নিউজ ডেস্কঃ ইসরায়েল যে যেকোনো সময় ইসলামিক দেশ গুলিতে আক্রমণ করতে পারে তা একাধিকবার প্রমান পাচ্ছে সারা বিশ্ব। কিছুমাস আগেই সিরিয়ার দামাস্কাসে ইসরাইলের এয়ারস্ট্রাইকে জেনারেল আলি মহাসেন নিহত হন। শুধু এই জেনারেল নয় হিজবুল্লাহ এর ৫ জন লোক ও সাথে নিহত হন। রাত ১০ টার দিকে এই এয়ারস্ট্রাইক করে ইসরায়েল। সবচেয়ে বড় ব্যাপার এস ৪০০ র মতো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে সিরিয়াতে। সিরিয়ার এয়ারডিফেন্স সিস্টেম কিছু করতে পারে নি,

ইসরায়েলের বিধ্বংসী বন্দুক। ওয়ান শট ওয়ান হিট অ্যসল্ট রাইফেল আসছে

নিউজ ডেস্কঃ ইসরায়েল যে অসাধারণ কে সাধারণ এবং অবিশ্বাস জিনিসকে বিশ্বাস করাতে পারে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। উঠে এসেছে নইলে একা একটি দেশ সাতটি দেশের সাথে যুদ্ধ করে সবাইকে থামিয়ে রাখতে পারেনা। এটা আরও একবার প্রমান করাতে চলেছে তারা। ইসরায়েলের এবার এক নতুন কোম্পানি তাক লাগাল সারা বিশ্বকে। তারা নতুন এক সিস্টেম তৈরি করেছে যা এককথায় অবিশ্বাস্য। “Smart Shooter”  নামে তারা এক নতুন ওয়েপনস সিস্টেম তৈরি করেছে। “Smash shooter”

অত্যন্ত ঠান্ডার মধ্যেও হাই অল্টিটিউড অঞ্চলে শত্রু পক্ষকে হামলার জন্য প্রস্তুত অত্যাধুনিক এই দেশীয় ড্রোন

নিউজ ডেস্কঃ একাধিক মিসাইল থেকে শুরু করে রেডার ব্যবস্থার উন্নতিতে একাধিক বিরাট পদক্ষেপ গ্রহন করছে ভারত। শুধু তাই নয় পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রচুর খরচ করতে চলেছে ভারতবর্ষ। ভারতের DRDO তাদের তৈরী অত্যাধুনিক সারভিলেন্স ড্রোন গুলি ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছে ইতিমধ্যে। অত্যন্ত হালকা ওজনের ‘ভারত’ ড্রোন নামের এই UAV গুলি চীন এবং পাকিস্তান সিমান্তের জন্য তৈরী করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে এই ড্রোনের অত্যন্ত ঠান্ডা পরিবেশে এবং 

প্রযুক্তি দিতে অস্বীকার। আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করার আগে শতবার ভাবা উচিৎ সেনার

নিউজ ডেস্কঃ আমেরিকার থেকে একাধিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ভারত। এবং আমেরিকা এবং ভারতের বন্ধুত্ব যে চোখে পরার মতো তা বলাই বাহুল্য। তবে আমেরিকার সাথে মেশার আগে বেশ কিছু জিনিস সর্বদাই মাথায় রাখা উচিৎ। কারন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে যা হচ্ছে তা খুবই দুঃখের বিষয়। দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার যৌথ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রজেক্ট KAI KF-X তৈরির জন্য চারটি অত্যন্ত জটিল প্রযুক্তি দিতে অস্বীকার করেছে আমেরিকা। যা বেশ চাপের এই মুহূর্তে

আগের বছরে মোট কত টাকার বিনিয়োগ এসেছে ভারতে?

নিউজ ডেস্কঃ একের পর এক বড় বড় পদক্ষেপ গ্রহন করছে ভারতবর্ষ। আর সেক্ষেত্রে যে ভারতের একাধিক লাভ হচ্ছে তা একাধিক রিপোর্টে বেরিয়ে এসেছে। ভারতবর্ষে প্রতিবছর FDI(Foreign direct investment)  এর ফ্লো প্রতিবছর রেকর্ড পরিমানে বৃদ্ধি পাচ্ছে। ২০২০-২০২১ অর্থ বৎসরে তুলনায় বেশি FDI এসেছে ভারতে। ২০১৯-২০সালে ভারতে মোট FDI এসেছে $৭৪বিলিয়ন।  যা আগের অর্থ বৎসরের তুলনায় ২০শতাংশ বেশি”।

হেলিকপ্টার গুলিকে ১০ বছর ধরে অর্ডার দেওয়া হয়নি। চীনের সাথে ঝামেলার পরই তোরজোড় শুরু হয় কেন?

নিউজ ডেস্কঃ ভারত যে মিসাইলের যেকোনো দেশকে টেক্কা দিতে পারে তা একাধিক সমীক্ষায় সামনে এসেছে। অত্যাধুনিক টেকনোলোজি রয়েছে ভারতের হাতে, সবকিছু থাকা সত্ত্বেও ভারত দেশীয় টেকনোলোজিতে তৈরি ডিফেন্সিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে পারছেনা। যদিও এর পেছনে রয়েছে একাধিক কারন। DRDO ও আর্মির মধ্যে খানিকটা দ্বন্দ্বের কারনেই একাধিক উন্নতমানের হেলিকপ্টার ভারতের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পায়নি। জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছিলেন যে হ্যাল রুদ্র ও হ্যাল এলসিএইচ এর প্রধান সমস্যা হচ্ছে এর ওয়েপনস প্যাকেজ।

নিউরোন এবং কোষের সমস্যা ঠিক করতে পারে মাছ। মস্তিষ্কের সমস্যা মেটাতে এই খাওয়ার গুলি খাওয়ার চেষ্টা করুন

নিউজ ডেস্কঃ মস্তিষ্ক যে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমরা সবাই জানি।যা আমাদের দেহকে পরিচালনা করে ৷তাই মস্তিষ্ক এবং দেহ একে অপরের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে।তাই আমাদের মস্তিষ্ক সুস্থ থাকলে শরীর এমনই সুস্থ থাকবে৷ কিন্তু সামান্য কিছু ভুলে মস্তিষ্ক অসুস্থ হতে পারে যেমন সঠিক খাদ্যাভ্যাস না থাকা, ঘুম কম হওয়া বা অনিদ্রা, অলসতা ইত্যাদির ফলে মস্তিষ্কের স্বাস্থ্য ব্যহত হতে পারে৷  তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে কিছু নিয়ম মেনে চলুন৷ মস্তিষ্কের