ভারতবর্ষের প্রধান যুদ্ধবিমানে থাকা প্রধান তিনটি মিসাইলের রেঞ্জ কত জানেন?
নিউজ ডেস্কঃ ভারত-চীন উত্তেজনার মধ্যে ভারতের সুখোই সু ৩০ কে চীন সমীহ করে চলবে তা বলাই বাহুল্য। কারন সুখোই র ক্ষমতা এবং বিধ্বংসী রুপের জন্য পৃথিবীর অন্যতম ভয়ানক বিমান হিসাবে ধরা হয়ে থাকে। সম্প্রতি ব্রহ্মস মিসাইল এতে সংযুক্ত হওয়ার পর এর ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। একটি সুখোই-৩০এমকেআই এর সাথে ১২টি এয়ার টু এয়ার মিসাইল। এটাই হল ডেডিকেটেড এয়ার সুপেরিয়রিটি। ১/ ৪ × আর-৭৩ শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। রেঞ্জ-