৩৬ নয়। চীনকে শায়েস্তা করতে ভারতের ২০০ র উপর রাফালের দরকার। কেন এমন জানিয়েছিলেন প্রাক্তন বাঙালি অফিসার?

৩৬ নয়। চীনকে শায়েস্তা করতে ভারতের ২০০ র উপর রাফালের দরকার। কেন এমন জানিয়েছিলেন প্রাক্তন বাঙালি অফিসার?

নিউজ ডেস্কঃ বাংলায় একটা কথা আছে যে আজ বাঙালি যেটা ভারতবর্ষ আগামিদিন সেটা ভাবে। কিছুটা হলেও এয়ার চিফ মার্শাল সেটাই প্রমান করেছেন।

প্রাক্তন ভারতীয় বাঙ্গালী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরুপ রাহা প্রথম বলেছিলেন ভারতের ২০০-২৫০ রাফালের মত যুদ্ধবিমানের দরকার আছে। তিনি অবসরের বেশ কিছুদিন আগে একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন “ আগামী ১০বছরে ভারতীয় বিমানবাহিনীর ২০০-২৫০ মিডিয়াম ক্লাস যুদ্ধবিমানের প্রয়োজন হবে। হেভি ওয়েট ফাইটার ভারতবর্ষের হাতে যথেষ্ট আছে। মিডিয়াম ওয়েট যুদ্ধবিমানের দিকে নজর দিতে হবে। ২০০ খুব ভালো সংখ্যা হবে মিডিয়াম ক্লাসে।”

তিনি এটাও বলেছিলেন লাইট ক্লাসে তেজস যুক্ত হয়েছে। আর ভবিষ্যতে এটা বড় সংখ্যায় অপরেট করা হবে।

তিনি যে কতোটা ভবিষ্যতের দিকে তাকিয়ে এই কথা বলেছিলেন আজ তা পর্যবেক্ষণ করতে পারছেন একাধিক বিশেষজ্ঞেরা। বিমানবাহিনীর ভবিষ্যতের পরিকল্পনা ঠিক অনেকটা ওরকমই। ৩৬টা অর্ডার করা হয়েছে এবং ১১৪টি MMRCA-2 টেন্ডারের কারনে অপেক্ষায় আছে।

ফাইনাল হলে ২০৩০এর মধ্যে হয়তো ভারতবর্ষের হাতে ১৫০টি মিডিয়াম ক্লাস যুদ্ধবিমান যুক্ত হবে। অপরদিকে  ১০০টি যুদ্ধবিমানের যে ঘাটতি রয়েছে তার জন্য ১০০টি MWF হ্যলের থেকে বিমানবাহিনী ক্রয় করবে বলে সূত্রের খবর। সব ঠিকঠাক চলছে। তবে বড় প্রশ্ন MMRCA 2 এর বাস্তবায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *