নিউজ ডেস্কঃ ইরানের সাথে একাধিক ঝামেলা রয়েছে আমেরিকার। শুধু তাই নয় আমেরিকান ড্রোন ইরানের সেনাপ্রধানকে হত্যা করে। এবং তারপর থেকে উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। আর সেই কারনে ইরান ডিফেন্সের জন্য বিরাট পরিমাণ অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারনে তারা সেভাবে খরচ করতে পারছেনা।
তবে বেশ কিছুদিন আগে ইরান স্টেলথ কোয়ালিটির যুদ্ধবিমান তৈরি করেছে। ইরানের কাহার এফ-৩১৩।ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টেলথ যুদ্ধবিমান কাহার এফ-৩১৩। তাদের এই বিমান রাডারের চোখ ফাঁকি দিতে বিশেষভাবে সক্ষম। যুদ্ধবিমানটি দেখতে ইস্পাতের মতো ধূসর বর্ণের। বিমানটি ‘উন্নত উপাদান’ দিয়ে তৈরি করা হয়েছে বলে মত ইরানের একাধিক বিশেষজ্ঞের। এবং এতে খুবই নিম্নমাত্রার ‘রাডার সিগনেচার’ রয়েছে। ২ হাজার পাউন্ড `বম্ব` বহনে সক্ষম এই স্টেলথ যুদ্ধবিমানটি।