নিউজ ডেস্কঃ স্বামী-স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কের টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে দেখা যায় সমাজের প্রচুর মানুষকে। তবে কিভাবে তাদের সম্পর্ক টিকবে? এই নিয়ে বিভিন্ন সময় স্বামী এবং স্ত্রী একই সাথে নিজেদের কাউন্সিলিং ও করান। বিশেষ করে নিজেদের সম্পর্ক মধুর করার জন্য একাধিক উপায় অবলম্বন করে থাকেন এরা। তবে কখনও ভেবে দেখেছেন যে নিজের স্ত্রী-কে আই লাভ ইউ কতবার বলেছেন? দীর্ঘ বহু বছর ধরে সংসার করার পর প্রেম করে ভাবছেন যে কি করবেন? তবে কখনও কি ভেবে দেখেছেন যে এই কারন বশতই নিজেদের জীবন সঙ্গি বা সঙ্গিনীকে হারাতে চলেছেন। তিনটে ম্যাজিকাল শব্দই আপনার জীবনকে বদলে দিতে পারে৷ এটি কোনও গল্প নয়। গবেষকদের এক হাতেকলমে পরীক্ষায় উঠে এসেছে এমনই এক তথ্য৷ সপ্তাহে কমপক্ষে ১০ বার আই লাভ ইউ বলার পাশাপাশি ১০টি রগরগে চুমুতেই হ্যাপি কাপল লাইফ কাটাতে পারন।
এক গবেষণায় দেখাগেছে যে আমেরিকার ৯২ শতাংশ দম্পতি যারা নিজেদের সুখী বলেছেন তাদের ভালবাসা প্রকাশের বেশ কয়েকটি মাধ্যম রয়েছে৷ এই যুগলরা মাসে অন্তত তিন বার কমপক্ষে ঘুরতে যেয়ে থাকেন। পাশাপাশি একে অপরকে রোমান্টিক সারপ্রাইজ ও দিয়ে থাকেন। এতাই শুধু নয় নিজেরা একে অন্যের জন্য অনেক সময় দিয়ে থাকেন৷ এই গবেষণাতে আরও দেখা গেছে যে, সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে ঝগড়ার গুরুত্বও কিছু কম নয়৷ তবে সেটা জিইয়ে রাখলে একদম চলবে না৷ নিজেদের ক্ষমা চাওয়ার পাশাপাশি তেমনই ক্ষমা করেও দিতে শিখতে হবে৷ সপ্তাহে তিনবার মিলনের ফলেও দীর্ঘদিনের বিবাহিত জীবনকে নতুন মাত্রা দেওয়া যায়৷
বিয়ে করতে চাইলেই হয়ত বিয়ে করা যায়৷তবে বিয়ে টিকবে কতদিন ভেবে দেখেছেন? বিয়ে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় দরকার হল অপরের জন্য সময় দেওয়া৷ বউয়ের সঙ্গে অনেক ঝগড়া, রাগারাগি তো করাই যায়৷ একবার তাকে জড়িয়ে ধরে বলুন ‘আই লাভ ইউ’ আর একটা চুমু৷ প্রেমের পারদ চড়তে কিন্তু বেশী সময়ের দরকার হবেনা৷ এমনটাই বলছেন গবেষকরা৷