নিউজ ডেস্কঃ যেকোনো দেশের সামরিক বাজেটের উপর নির্ভর করে সেই দেশের ডিফেন্স। কারন সেই বাজেটের উপর নির্ভর করে নতুন জিনিস কেনার কথা ভাবা হয়। এবং দেশের জিডিপি সেই দেশের বাজেট নির্ধারণ করার ক্ষেত্রে এক বিরাট ভুমিকা পালন করে।
এক সমীক্ষায় দেখা গেছে সামরিক খাতে ব্যায়ের পরিমাণে রাশিয়াকে ছারিয়ে গেছে সৌদি আরব। শুধু তাই নয় তাদের বাজেট বরাদ্দের কারনে রিয়াদ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
২০১৭ সালে রাশিয়ার সামরিক খাতে ব্যায়ের পরিমাণ ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। আর সেখানে দাড়িয়ে সৌদি আরব সামরিক খাতে অর্থ খরচ করেছে ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এস আই পি আর আই এই তথ্য প্রকাশ করেছে।এবং এও বলা হয়েছে যে , সৌদি আরব ২০১৭ সালে সামরিক খাতে ৬৯.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা তার আগের বছরের তুলনায় ৯.২ শতাংশ বেশি। যা দেশটির মোট জিডিপি’র শতকরা ১০ ভাগ।
সামরিক বাজেটের দিক থেকে আমেরিকা বরাবরই শীর্ষে। তাদের বাজেটের পরিমাণ ছিল ৬০৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হিসেবে ২০১৭ সালে চীনের সামরিক বাজেট ছিল ২২৮ বিলিয়ন ডলার। এসআরপিআরআই’র বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবের মতো দেশের সামরিক ব্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনা মোটেই ভালো লক্ষণ নয়। ইনস্টিটিউটের অন্যতম গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে যা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
২০২০ র হিসাবে রাশিয়া এবং সৌদি আরবকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতবর্ষ।
প্রথম ১০ টি দেশের সামরিক বাজেট
দেশ বাজেট(বিলিয়ন ডলার) জিডিপির শতকার(%)
আমেরিকার 732 3.4
চীন 261 1.9
ভারত 71.1 2.4
রাশিয়া 65.1 3.9
সৌদি আরব 61.9 8.0
ফ্রান্স 50.1 1.9
জার্মানি 49.3 1.3
ইংল্যান্ড 48.7 1.7
জাপান 47.6 0.9
দক্ষিণ কোরিয়া 43.9 2.7