নিউজ ডেস্কঃ একের পর এক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে আমেরিকা। বিশেষ করে আকাশ যুদ্ধে তারা পৃথিবীর সেরা তা একপ্রকার ইতিমধ্যে প্রমান করে দিয়েছে। F 22 র্যাপ্টর থেকে শুরু করে F 35 র মতো পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করার সারা পৃথিবী রীতিমতো অবাক। কিছুদিন আগেই আবার ভারত ড্রোন ক্রয় করার জন্য চুক্তি স্বাক্ষরিত করেছে। এবং পৃথিবীর সবথেকে ভয়ংকর ড্রোন যে আমেরিকার হাতেই রয়েছে তা ইতিমধ্যে প্রমানিত।
তবে এবার এয়ার টু এয়ার টার্গেটের জন্য পঞ্চম প্রজন্মের ড্রোন সামনে আনল আমেরিকা। এই ড্রোন আকাশ থেকে আকাশ পথে হামলা চালাতে সক্ষম। এই পঞ্চম প্রজন্মের ড্রোনটিকে প্র্যাকটিসের জন্য সামনে নিয়ে এসেছে তারা।