এই প্রাণী ছয়টি আঙ্গুল থাকে বাঁশ পাতা খাওয়ার জন্য। এতো পরিমাণে খাওয়ার যে জানলে অবাক হবেন
নিউজ ডেস্কঃ পান্ডা (Ailuropoda melanoleuca) ভালুকের মতো দেখতে সাদাকালো রঙের বড়সড় এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।এরা দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে বাস করে। শ্বাপদকূলের অন্তর্গত হলেও এর খাবারের ৯৯% জুড়ে রয়েছে বাঁশ পাতা।বর্তমানে পান্ডা বিপন্ন প্রজাতির প্রানী হিসাবে চিন্তিত। প্রাকৃতিক পরিবেশে এরা সাধারনত 20 বছর বাঁচে। বৈজ্ঞানিক নাম :Ailuropoda melanoleuca, অর্থ (“সাদাকালো বিড়ালপদী”) জগৎ:Animalia পর্ব: কর্ডাটা শ্রেণী:স্তন্যপায়ী বর্গ:তৃণভোজী পরিবার:Ursidae ওজন: 70-100kg (প্রাপ্ত বয়স্ক) দৈর্ঘ্য : 60-90 cm (প্রাপ্ত