নিউজ ডেস্কঃ চীন-ভারত ঝামেলা এখনও সেভাবে কমেনি তারমধ্যেই কাশ্মীরের আতঙ্কবাদীদের শায়েস্তা করতে টেকনোলোজি আসতে চলেছে ভারতের সেনাবাহিনীর হাতে। ভারতীয় সেনা ইসরায়েল থেকে প্রচুর পরিমাণে ফায়ারফ্লাই লয়টারিং মিউনেশন ক্রয় করছে।
ইসরায়েলের রাফায়েল ইন্ডাস্ট্রিজ এর তৈরি এই স্পাইক ফায়ারফ্লাই র গুরুত্ব অপরিসীম। এই টেকনোলোজি স্পেশালফোর্স ও ইনফ্রেন্ট্রি এর দরকার।এটি দেখতে অনেকটা ছোট ড্রোনের মত। শত্রুপক্ষের বাংকার, স্নাইপার, রেডার, কমিউনিকেশন পোস্ট, অস্ত্রের ডিপো ধ্বংস করতে এটিকে বিশেষভাবে ব্যবহার করা হয়। একজন অপারেটর রিমোটের সাহায্যে এটা অপারেট করে এবং এর AI সিস্টেম বাকী কাজ করে দেয়। এটি প্রধানত কাশ্মীরের মত জায়গায় জঙ্গিদের উপর নজরদারি চালানোর পাশাপাশি তাদের খতম করতে কাজে লাগবে। ইসরায়েল তাদের স্পেশাল ফোর্স এর জন্য এটি অর্ডার করার পর, এবার ভারত ও ক্রয় করছে এই অত্যাধুনিক টেকনোলোজিটি।