নিউজ ডেস্কঃ ডিফেন্সের একাধিক উন্নতি প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা যে তাদের প্রমান রেখেছে তা নিয়ে কোনও প্রশ্ন নেই। একাধিক উন্নতমানের প্রযুক্তি তারা মাঝে মধ্যেই সামনে নিয়ে আসে। এবার তারা নিয়ে আসল এক ধ্বংসাত্মক মারণাস্ত্র।
আমেরিকা এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই আগ্নেয়াস্ত্র। ‘মেটাল স্ট্রম’ নামে একটি অটোমেটেড আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে এই দুটি দেশ। ‘মেটাল স্ট্রম’ এক মিনিটে ১০লক্ষ বুলেট ছুঁড়তেই যে শুধু তাই নয়, পাশাপাশি প্রতি মিনিটে শত্রুপক্ষকে লক্ষ্য করে ১৮০টি বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এই ভয়ংকর মরণাস্ত্র।
বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটেড মেশিন গান হিসেবে ‘মেটাল স্ট্রম’-কেই মানা হচ্ছে বর্তমানে। অস্ত্রটি তৈরি করতে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার প্রযুক্তিবিদরা একসাথে কাজ করেছেন। আপাতত প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছে এই অটোমেটেড ভয়ংকর অস্ত্রটি।
সূত্রের খবর প্রত্যেক সেকেন্ডে ১৬,০০০ রাউন্ড বুলেট ছুঁড়তে পারে এই মেটাল স্ট্রম৷ শুধু তাই নয়, শব্দের থেকে বেশি গতিবেগে অর্থাৎ সুপারসনিক স্পিডে এই বুলেট ছুরতে পারে এই অস্ত্রটি। অটোমেটেড মেশিন গানটি শুরু হওয়ার পূর্বে একটি ওয়ার্নিং সাইরেন বাজে। সাইরেন শেষ হতেই ঝড়ের গতিতে শুরু করে দেয় বুলেট বৃষ্টি। রাইফেলটি পুরোপুরি অটোমেটেড হওয়ায় ম্যানুয়ালি ট্রিগার করার কোনও প্রয়োজন নেই।
মেশিনটি রিমোটের অন অফ বাটন প্রেস করে নিয়ন্ত্রণ করা সম্ভব৷ কোনও ম্যাগজিন নয়। মেশিনগানে ব্যারেল ভর্তি বুলেট লাগে। আর সেই ব্যারেলের মধ্যে প্রচুর পরিমাণে সারিবদ্ধভাবে বুলেট সাজানো থাকে। যা মেশিনগানের মাধ্যমে ঝড়ের গতিতে বেরিয়ে আসে।