January 21, 2021

ইসরায়েল একাই ৫৭ টি দেশের সাথে যুদ্ধ করতে পারে। কি ভাবছে পাকিস্তান?

নিউজ ডেস্কঃ ইসরায়েলের সাথে যে মুসলিম দেশ গুলির সম্পর্ক আদায় কাঁচকলায় তা সকলেরই জানা। বিশেষ করে মধ্য প্রাচ্যের। শুধু তাই নিয় পাকিস্তানের সাথেও তাদের সম্পর্ক একইরকম। পাকিস্তান তাদের দেশের নাগরিকদের ইসরায়েলে যাওয়ার জন্য কোনোরকম পাসপোর্ট দেয়না। আর এই দেশটির বিরুদ্ধেই ৫৭ টি দেশ নিয়ে আর্মি অফ ইসলাম গড়তে চায় তুরস্ক। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ‘আর্মি অব ইসলাম’ নামে বিশাল সামরিক বাহিনী গঠন করতে চায় তুরস্ক। দেশটির এ

ভারতীয় যুদ্ধবিমানের জন্য আরও বৃদ্ধি করা হচ্ছে ব্রহ্মসের রেঞ্জ

নিউজ ডেস্কঃ সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মোস’। ইতিমধ্যে এই ব্রাহ্মোস কে ভারতের অত্যাধুনিক ফাইটার জেট শুখোই বিমানে মোতায়েন করা হয়েছে। আর সেই ব্রাহ্মোস হল পৃথিবীর অন্যতম সেনা মিসাইল গুলির মধ্যে একটি। সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মোস’ ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি । ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মোস্কভা-দুই দেশের নদীর নামেই এই মিসাইলের নাম রাখা হয়েছে ব্রাহ্মোস। ভূমি, জাহাজ, বা যুদ্ধবিমান থেকেও ছোড়া যাবে এই মিসাইল। শব্দের চেয়ে তিনগুণ বেশি দ্রুত ম্যাক ২.৮

আমেরিকা নিজেদের সবথেকে গোপন স্থানে ব্যবহার করে এই রাশিয়ান যুদ্ধবিমানকে

নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে প্রতিযোগিতায় টিকতে বা আমেরিকার বিরুদ্ধে তাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে একের পর এক যুদ্ধবিমান সার্ভিসে নিয়ে এসেছিল সোভিয়েত ইউনিয়ন। আর সেই কারনে তাদের বিমান বহরে একই বিভিন্ন যুদ্ধবিমান দেখা যায়। সুখই সূ ২৭। ১৯৭৭ সালে প্রথমবার আকাশে দেখা গেলেও ১৯৮৫ সালে প্রথম সার্ভিসে আসে। সুখই এর তৈরি সুপার ম্যানুভারেবেল দুই ইঞ্জিনের তৈরি এই যুদ্ধবিমানটি। সোভিয়েত তাদের বিমান বহরে এরকম যুদ্ধবিমান নিয়ে আসার প্রধান কারন ছিল আমেরিকার

রাশিয়া থেকে ডিজাইন চুরি করেই অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরি চীনের

নিউজ ডেস্কঃ চীন। দেশটির নাম সামনে আসলেই মিথ্যা এবং চুরি দুটো শব্দ সবার আগে মাথায় আসে সারা পৃথিবীর। কারন দেশের সৈন্য মারা গেলে তাদের উপযুক্ত সম্মান দেওয়া তো দূরে থাক তাদের শহীদ বলে কোনোরকম সাহায্য দেওয়া হয়না। এসব তো দূরের কথা তাদের দেশের সেনা মারা গেছে এই কথা বললে তার কঠোর শাস্তি পর্যন্ত হতে পারে। অন্যদিকে আবার চুরি তাদের ডিফেন্সিভ একাধিক ইক্যুইপমেন্ট অন্যদেশের থেকে চুরি করেই তৈরি করেছে। এবার রাশিয়ার

কতোটা বিধ্বংসী ভারতের প্রধান যুদ্ধবিমান সুখই? দেখুন এর বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের কাছে থাকা যুদ্ধবিমান গুলির বেশিরভাগ হল রাশিয়ার থেকে ক্রয় করা। বায়ুসেনার বিমান বহরে থাকা যুদ্ধবিমান গুলির বেশিরভাগ ই রাশিয়ার থেকে ক্রয় করা। বর্তমানে বায়ুসেনার ব্যাকবোন বলা যুদ্ধবিমান ই রাশিয়ার থেকে ক্রয় করা হয়েছিল। এখনও বেশ কিছু এই যুদ্ধবিমান সেনাবাহিনীর হাতে আসতে চলেছে। পাশাপাশি এই যুদ্ধবিমান গুলিকে এখন আপগ্রেডেড করার কাজ চলছে। সুখই। এই কোম্পানির যুদ্ধবিমান গুলি সারা পৃথিবী জুড়ে প্রায় ৩০ এর অধিক দেশ ব্যবহার করছে। ভারতীয়

ইসলামিক দ্বন্দ্ব বেড়েই চলেছে। প্রচুর টাকার যুদ্ধাস্ত্র ক্রয়ের পথে এই ইসলামিক দেশটি

নিউজ ডেস্কঃ মধ্য প্রাচ্যে যে একাধিক অশান্তি রয়েছে তা সকলেরই জানা। বিশেষ করে একাধিক দেশের মধ্যে গৃহ যুদ্ধের কারনে সেখানকার একাধিক দেশের অবস্থা খুবই খারাপ। আর সেই কারনে সম্প্রতি সেখানকার বেশিরভাগ দেশই ডিফেন্সের জন্য বিরাট অর্থ বিনিয়োগ করছে। কাতার কিছুমাস আগে জানিয়েছিল যে তারা ৩০ হাজার কোটি টাকার অস্ত্র কিনবে। জাতীয় নিরাপত্তার কারনেই ৩৭১ কোটি ডলার ব্যয়ে সামরিক হেলিকপ্টার কেনার সিন্ধান্ত নিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই

রাফালেকে আরও ভয়ংকর করে তোলার পথে ভারতবর্ষ। মোট ১৩ বার আপগ্রেড করা হবে

নিউজ ডেস্কঃ রাফালে ভারতের আসলে যে ভারতে ক্ষমতা এক লাফে অনেকটা বেড়ে যাবে তা একাধিক সমীক্ষায় উঠে এসছে। তবে সম্প্রতি রাফালের এতো পরিমাণ আপগ্রেডেশান হবে তা হয়ত কেউ ভাবতেও পারেনি। কারন রাফালে মিটিওরের মতো অত্যাধুনিক ভয়ংকর মিসাইল যুক্ত হওয়ার পর এর ক্ষমতা আর দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, RBE-2AE এসা রেডার, মিটিওর এর সাথে ভারতীয় রাফাল গুলি যুক্ত হওয়ার পর ১৩টি আপগ্রেডের করা হবে। শুধু স্পেকট্রা আর

আরও বিধ্বংসী করে তুলতে ইসরায়েলের টেকনোলোজি ব্যবহার করা হচ্ছে ভারতের প্রধান যুদ্ধবিমানে

নিউজ ডেস্কঃ চীন ভারত উত্তেজনার পর যে ভারত একাধিক পদক্ষেপ গ্রহন করবে তা একাধিক সমীক্ষায় উঠে এসছিল। বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে। রাফালে থেকে শুরু করে সুখোই সু ৩০ র মতো যুদ্ধবিমানকে  ভয়ংকর ঘাতক বিমান বানাবে তা একাধিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। সুখোই-৩০এম কে আই এ এবার দেখা গেল রাশিয়ান SAP-14 এস্কর্ট জ্যমার। এক কথা অসাধারণ। এই SAP-14 এস্কর্ট জ্যমার একটি লো ফ্রিকুয়েন্সি জ্যমার। এটা গ্রাউলারের এস্কর্ট জ্যমার ALQ-99 জ্যমারের সাথে তুলনা করা

এক মহৎ কাজের জন্য বুদ্ধের শিষ্যরা  ভারত থেকে পবিত্র বুকের হাড় নিয়ে আসে পৃথিবীর এই ছোট্ট দেশে

অল্প খরচে বিদেশ ভ্রমণ চান?লাওসের সৌন্দর্য আপনার মন জয় করবে। এক সময়ের ফ্রেঞ্চ উপনিবেশ লাওস( LAOS People’s Democratic Republic) দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র সমুদ্র বিহীন ভূমি পরিবেষ্টিত দেশ যাকে বেষ্টন করে আছে থাইল্যান্ড, মায়ানমার, চীন, কম্বডিয়া,ভীয়েতনাম। পর্বতময়, স্থলবেষ্টিত দেশ লাওস খনিজ সম্পদে সমৃদ্ধ এবং জাতিগতভাবে বিচিত্র। লাওসের মোট আয়তন বাংলাদেশের প্রায় দিগুণ, 236,800 বর্গ কিমি! আর জন সংখ্যা? মাত্র 7 মিলিয়ানের মতো! 1953 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। 1975 সালে একটি

দৃষ্টিশক্তি উন্নতিতে সাহায্য করে। ডিমের অসাধারণ কিছু উপকারিতা

ওয়েব ডেস্কঃ ছোটো একটা ডিম হাজারো ভিটামিন ভরা।এর ভিটামিন বি ১২ আপনি যা খাচ্ছেন সেই খাবারকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এর মধ্যে আছে ভিটামিন এ। যা দৃষ্টিশক্তি উন্নত করে। ডিমের ক্যারোটিনয়েড, ল্যুটেন ও জিয়েক্সেনথিন বয়সকালে চোখের অসুখ ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়। এই একই উপাদান চোখের ছানি কমাতেও সাহায্য করে। কেবলমাত্র ডিমেই রয়েছে ভিটামিন ডি। যা পেশির ব্যাথা কমাতে সাহায্য করে। ডিমে রয়েছে ভিটামিন ই। এটি কোষ