নিউজ ডেস্কঃ এখনকার দিনে আকশ যুদ্ধে এগিয়ে থাকতে গেলে লংরেঞ্জ বিভিআর(beyond visual range missile) দরকার। ভারতের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান থাকা সত্বেও লংরেঞ্জ বিভিআর না থাকার জন্য একাধিকবার ভারতের বায়ুসেনাকে বিপদে পড়তে হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের বেশ কিছু বিভিআর এর নাম, রেঞ্জ ও নো এস্কেপ জোন (NEZ) দেওয়া হল। নো এস্কেপ জোন হল সেই জিনিস যা বিভিআর এররেঞ্জ তিন ভাগের এক ভাগ। যেমন ধরুন ভারতবর্ষের হাতে থাকা অস্ত্র মার্ক ১ এর । এর রেঞ্জ ১১০ কিমি সুতরাং এর NEZ ৩৭ কিমি। অর্থাত এই NEZ এর মধ্যে কোন যুদ্ধবিমান আসলে তাকে লক করলেই ধ্বংস হয়ে যাবে।
নাম রেঞ্জ(কিলোমিটার) NEZ(কিলোমিটার)
মিটিওর ৩০০ ১০০
AIM-120C5 ১০৫ ৩৫
AIM-120D 160 ৫৩
AIM-260 260 ৮৭
অস্ত্র মার্ক ১ ১১০ ৩৭
অস্ত্র মার্ক ২ ১৮০ ৬০
SFDR ৩৪০ ১১৩
RVV-AE ৮০ ২৭
RVV-SD ১১০ ৩৭
I-Derby-ER ১০০ ৩৩
PL-12 ১০০ ৩৩
PL-21 ২৫০ ৮৩
ভাল করে লিস্ট টা লক্ষ্য করুন লিস্টে একমাত্র কম রেঞ্জ এর বিভিআর রাশিয়ান RVV-AE, অর্থাৎ এই রাশিয়ান মিসাইল গুলি পুরনো এবং ভারতীয় বায়ুসেনা বিশাল পরিমানে এই মিসাইল ব্যবহার করে এখনও এই মিসাইল অর্ডার দিল। এরই আধুনিক ভার্সন RVV-SD অর্ডার করল না কারন RVV-SD সুখোই এ ইনস্টল করতে গেলে সুখোই এর সমস্ত মিশন কম্পিউটার আপগ্রেড করতে হবে। একটা কথা স্পষ্ট নয় যে পুরনো কম রেঞ্জের এই মিসাইল গুলি নিয়ে কি লাভ? কিছুদিন পরেই তো সেইগুলিকে আপডেট করতে হবে। পাকিস্তান পর্যন্ত AIM-120C5 ব্যবহার করে যার জন্য এই মুহূর্তে আকাশ যুদ্ধে পাকিস্তানের পুরোনো F-16 গুলি ভারতবর্ষের আধুনিক সুখোই এর থেকে এগিয়ে থাকবে, দুর্ভাগ্য হলেও এটাই সত্যি।
বর্তমানে বেশ কিছু শুখোই বিমানে এই ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র মার্ক ১ ব্যবহার করা হচ্ছে, যা সত্যি ভালো ব্যাপার। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ এর দিকে তাকানো হয় সেক্ষেত্রে ভারতের উচিত অস্ত্র মার্ক ১ এর মাস প্রোডাকশন যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। সুখোই, তেজস ও অস্ত্র মার্ক ১ এর কম্বিনেশন পাকিস্তান,চীন কে পুরো কাপিয়ে দেবে। ২০২৫ এ তেজস মার্ক ২ এর সাথে অস্ত্র মার্ক ২ সার্ভিসে আসবে। ২০৩০ এ আমকা এর সাথে SFDR সার্ভিসে আসবে। এই SFDR(তালিকায় সবথেকে বেশি রেঞ্জের মিসাইল) ব্রাহ্মস এর মতোই ভারত ও রাশিয়ার যৌথ প্রজেক্ট। তবে মুহূর্তে ভারতের লং রেঞ্জ বিভিআর নেই। লিমিটেড অস্ত্র এবং রাফায়েল এর সাথে আসা মিটিওর ই ভরসা।