January 16, 2021

বিধ্বংসী গতি সম্পন্ন। রাশিয়ার বায়ুসেনায় যুক্ত হল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। দেখুন এর বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ আমেরিকার কাছে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান টি এখনও পর্যন্ত সেরা যুদ্ধবিমান ধরা হয়। কারন বাকি দু একটি দেশের হাতে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থাকলেও তা আমেরিকার এই পঞ্চম প্রজন্মের সাথে টক্কর দিয়ে উঠতে পারবে না বলে ধরা হয়। তবে কিছুদিন আগে রাশিয়ার সেনাবাহিনীতে তাদের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে এনেছে। ২০১০ সালে এই যুদ্ধবিমান প্রথমবার আকাশে দেখা গেলেও ২০২০ সালে তা রাশিয়ার সেনাবাহিনীর অন্তর্গত হয়। যুদ্ধবিমানটি রেডারকে ফাঁকি

চীন, পাকিস্তানের বিরুদ্ধে লড়তে ভারতকে গোপন ডাটা ব্যবহার করতে দেবে আমেরিকা

নিউজ ডেস্কঃ ভারত-আমেরিকা যে একসাথে একে অপরের সাহায্য করবে তা একাধিকবার প্রমান হয়েছে। ইতিমধ্যে একাধিক সামরিক অস্ত্র ক্রয় করার প্রস্তুতি চলছে। এবং বেশ কিছু সামরিক অস্ত্র ভারতের হাতে রয়েছে। ভারত আমেরিকার BECA ( Basic Exchange and Cooperation Agreement ) চুক্তি স্বাক্ষর হয়েছে। MQ-9 এর মতন অস্ত্র ক্রয় করার জন্য এই চুক্তি দরকার। শত্রুর সঠিক পজিশন স্ট্রাইক করার সঠিক তথ্য পেতে আমেরিকার সাথে এই চুক্তি প্রয়োজনীয়। এই চুক্তি ভারত আমেরিকার গ্লোবাল

রাশিয়ার হাতে থাকা এই ড্রোন পৃথিবীর অন্যতম বিধ্বংসী হুমকি হতে চলেছে

নিউজ ডেস্কঃ আধুনিক যুদ্ধ যে আনম্যান্ড হতে চলেছে তা বলাই বাহুল্য। কারন প্রতিটা দেশই এখন একাধিক ফ্রন্টে লড়ার জন্য তৈরি থাকে। আর সেই কারনে ভবিষ্যতের যুদ্ধ যে মানুষ ছাড়াই হবে তা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছে। আর সেই কারন বশত প্রচুর দেশ ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে শুরু করে বিভিন্ন টেকনোলোজি নিয়ে এখন থেকেই কাজ করতে শুরু করে দিয়েছে। ড্রোন টেকনোলোজিতে রাশিয়া বাকি দেশ গুলির থেকে বেশ খানিকটা এগিয়ে। এখনও পর্যন্ত তাদের

কোরিয়ার হাতে থাকা এই যুদ্ধবিমানটি কেই পৃথিবীর বেশিরভাগ বায়ুসেনা ব্যবহার করতে চায়

নিউজ ডেস্কঃ কোরিয়া। বর্তমানে দক্ষিন কোরিয়াতে যথেষ্ট পরিমানে আমেরিকার সাহায্যে এবং আমেরিকার সাপোর্টে চলে। দক্ষিন কোরিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক সাপে নেওলের মতো। তবে আমেরিকার সাহায্যে দক্ষিন কোরিয়া বেশ উন্নতি করেছে। তাদের সেনাবাহিনী যথেষ্ট উন্নত। তাদের হাতে রয়েছে একাধিক উন্নত যুদ্ধবিমান। KAI T-50 – Fa-50 বা গোল্ডেন ঈগল হল দক্ষিন কোরিয়ার হাতে থাকে অত্যাধুনিক যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি সেভাবে এখনও কোনও যুদ্ধে না জরালেও পৃথিবীর এমন এক বিমান যার গতি শব্দের থেকে

শত্রুপক্ষের সাবমেরিনকে ডুবিয়ে দেবে ভারতের এই নতুন অস্ত্র

নিউজ ডেস্কঃ জল থেকে স্থল কোনও কিছুতেই পিছিয়ে থাকবেনা ভারতীয় সেনা। কিছু মাস আগেই জানানো হয়েছিল যে ডিআরডিও তাদের স্বপ্নের প্রোজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সবঠিক থাকলে হয়ত সারা পৃথিবীতে ভারত এমন কিছু আবিষ্কার করবে যা সকলকে হতচকিত করে দিতে পারে। এবার জলের মধ্যেই শত্রুপক্ষের সাবমেরিনকে ডুবিয়ে দেবে এই নতুন অস্ত্র। ডিআরডিও সাফল্যের সঙ্গে Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। SMART ভারতের নেভির জন্য

২০২০ তে রাশিয়ার সেরা পাঁচটি যুদ্ধবিমান। রয়েছে ভারতের হাতেও

নিউজ ডেস্কঃ রাশিয়ার হাতে থাকা যুদ্ধবিমান গুলি যে একসময় আমেরিকার ঘুম কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য। আর সেই কারনে আমেরিকা রাশিয়া থেকে প্রচুর যুদ্ধবিমান ক্রয় করেছে এবং তার উপরে রিসার্চ পর্যন্ত করেছে। তাদের প্রচুর যুদ্ধবিমান পৃথিবীর অনেক দেশই ব্যবহার করে। বিশেষ করে আমেরিকার সুখই এবং মিগের যুদ্ধবিমান গুলি পৃথিবীর ৩০ র অধিক দেশ ব্যবহার করে। তাদের বিমান বহরে কিছুদিন আগেই যুক্ত হয়েছে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এখনও তাদের হাতে আসা

চীনের বিরুদ্ধে স্থান আরও শক্ত করল ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ চীন, ভারত উত্তেজনার মধ্যে যে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের আমুল পরিবর্তন হবে তা একাধিকবার উঠে এসেছিল। চীনের বিরুদ্ধে কোনও মতে পিছুপা হবে না ভারত। বেশ কিছু আমরিক সরঞ্জাম কেনার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে। এবং আরও বেশ কিছু সামরিক সরঞ্জমা কিছু মাসের মধ্যেই ভারতের সেনাবাহিনীর হাতে এসে পৌঁছাবে। ভারত ও চীনের মধ্যে উত্তেজনার মধ্যেই রাশিয়ার সাথে ৫০০কোটি রূপির বিনিময়ে ভারত ২৪টি লাইট ট্যাঙ্ক স্প্রাট কেনার আলোচনা শেষ পর্যায়ে পৌছিয়েছে। ভারত

রাশিয়ার যেই বোম্বার যুদ্ধবিমান ঘুম কেড়েছে আমেরিকার। দেখুন বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ রাশিয়ার হাতে থাকে বোম্বার গুলিকে পৃথিবীর অন্যতম সেরা বোম্বার বলা হয়ে থাকে। কারন তাদের বোম্বার যুদ্ধবিমান গুলি বিরাট পরিমানে যুদ্ধাস্ত্র বহন করার পাশাপাশি বিধ্বংসী গতি এবং ম্যানুভার পর্যন্ত করতে সক্ষম। তাদের হাতে থাকা তুপোলেভের একাধিক বোম্বার বিমান রয়েছে যেমন তুপোলেভ ২২ এম, তুপোলেভ ১৬০ এবং তুপোলেভ টু ৯৫। তাদের এই যুদ্ধবিমান গুলি যেকোনো সময় আমেরিকা সহ বহু দেশের ঘুম কেড়ে নিতে পারে। তুপলেভ টু ২২ এম। রাশিয়ার হাতে

যুদ্ধের সময় রাশিয়া নয় ভারতের কাছে থাকা ইসরায়েলের টেকনোলোজি অস্বস্তির কারন হবে চীনের কাছে

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। বিশেষ করে সার্ফেস টু এয়ার মিসাইল অর্থাৎ ভুমি থেকে আকাশে হামলা চালাতে সক্ষম মিসাইল গুলি যে যুদ্ধের সময় বিশেষ ভাবে ব্যবহৃত হয় তা ইতিমধ্যে প্রমানিত। তবে ভারতের হাতে থাকা মিসাইল গুলি যে বেশ আধুনিক তা বলাই বাহুল্য। তবে ভারতের হাতে থাকা মিসাইল গুলি এক একটি লঞ্চারে কত গুলি থাকে? বা ধরুন বাকি লঞ্চারে এরকম মিসাইল কতগুলি করে রাখা থাকে তা অনেকেরই

দেহের অতিরিক্ত ওজন কমাবে অশ্বগন্ধা, শ্বেত বেড়েলা এবং মধু

নিউজ ডেস্কঃ পার্লারে গিয়ে প্রচুর মানুষ রূপচর্চা করে থাকেন। টাকা খরচ হওয়ার পাশাপাশি এয়াকধিক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করলে খরচ কম হওয়ার পাশাপাশি কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও থাকেনা সেভাবে। শরীর শুকিয়ে গেলেঃ প্রতিদিন চালতার তরকারি করে খাওয়া। দেহের ওজন হ্রাসঃ অশ্বগন্ধা, শ্বেত বেড়েলা ও মধু গরম জলে দিয়ে একবার খাওয়া। অতিরিক্ত ঘামাচি হলেঃ মটর ডালের বেসনের সাথে এক চামচ সাদা চন্দন, দুই চামচ মুলতানি মাটি গোলাপ জলে গুলে গায়ে মাখলে