নিউজ ডেস্কঃ আমেরিকা।সারা পৃথিবীর সাথে একা যুদ্ধ লরতে সক্ষম দেশটি। সারা পৃথিবীর কাছে যা যুদ্ধাস্ত্র রয়েছে আমেরিকার একার কাছেই সেই পরিমানে যুদ্ধাস্ত্র আছে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। বিশেষ করে আমেরিকার কাছে ৪৪০০ এর উপর যুদ্ধবিমান রয়েছে যা সারা পৃথিবীর শক্তিশালী দেশ গুলিকে এক করলেও এতো পরিমানে যুদ্ধবিমান হবেনা।
মোট মিলিয়ে আমেরিকার একার কাছেই প্রায় ১৩ লক্ষ সৈন্য রয়েছে। পাশাপাশি 195 টির উপর বিভিন্ন প্রকারের যুদ্ধজাহাজ। ৭০ টির উপর সাবমেরিন। তাদের কাছে ১১ টির উপর এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যা সারা পৃথিবীর কোনও দেশ তো দুরের কথা সারা সবকতি দেশ মিলিয়েও হবেনা। এছাড়াও হেলিকপ্টার ড্রোনের মতো বিধ্বংসী অস্ত্রের হিসাব তো ধরাই হয়নি।