ইরানের ব্যালেস্টিক মিসাইল চিন্তা বাড়াচ্ছে আমেরিকার

ইরানের ব্যালেস্টিক মিসাইল চিন্তা বাড়াচ্ছে আমেরিকার

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে কখন যে পরিবর্তন হয় তা চট করে বলা সম্ভব নয়, কারন নেতাদের মনোভাব আর নীতি এক্ষেত্রে অনেকটা দায়ী। আর সেই কারনে পৃথিবীর বহু দেশকেই তাদের সম্পর্ক তৈরি করা থেকে শুরু করে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে ওয়াকিবহাল থাকতে হয়।

আমেরিকা। দেশটির সাথে যেমন নতুন দেশের বন্ধুত্ত্ব হচ্ছে ঠিক তেমনি আন্তর্জাতিক সীমানা জুড়ে বা সারা পৃথিবী জুড়ে নতুন নতুন করে শত্রু দেশের সংখ্যাও বাড়ছে। আর সেই কারনে তাদের একাধিক সময় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ইরান। আমেরিকা একাধিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে এই দেশটির উপর। তবে দেশটির ক্ষমতা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা বলাই বাহুল্য।

ইতিমধ্যে তাদের হাতে একাধিক বিধ্বংসী এবং মারণাস্ত্র এসেছে যা সারা পৃথিবীর কাছে চিন্তা বিষয়। তারা ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষাও সম্পন্ন করেছে। বর্তমানে তাদের হাতে একাধিক গোত্রের ব্যালেস্টিক মিসাইল রয়েছে।

সাহাব ৩। বর্তমানে ইরানের কাছে থাকা ব্যালেস্টিক মিসাইলের মধ্যে একটি, যা সারা পৃথিবীর ঘুম উড়িয়েছে। ২০০৩ সালে এই মিসাইল সার্ভিসে আসে। এটির অপারেশান রেঞ্জ ১০০০ কিমি। এটি ফাইনাল ষ্টেজে অর্থাৎ ১০-৩০ কিমির মধ্যে ম্যাক ৭ গতিতে হামলা চালাতে সক্ষম।এর চারটি ভ্যারিয়েন্ট আছে A, B, C এবং D।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *