January 15, 2021

রাশিয়া নাকি আমেরিকা? পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের টেকনোলোজিতে এগিয়ে কে?

নিউজ ডেস্কঃ রাশিয়া এবং আমেরিকা একে অপরকে কেউ যে ছেড়ে কথা বল্বেনা যুদ্ধ বাঁধলে কমবেশি সকলেরই জানা। আমেরিকা চতুর্থ প্রজন্মের কোন যুদ্ধাস্ত্র তৈরি করলে রাশিয়া কিছু সময়ের মধ্যেই আবার চতুর্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র নিয়ে এসে হাজির হয়। বিশেষ করে দুই দেশের হাতেই পৃথিবীর ৯০ শতাংশ যুদ্ধাস্ত্র রয়েছে। অর্থাৎ এই দুই দেশের যুদ্ধ বাঁধলে সারা পৃথিবী ধ্বংস হতে পারে বলে মোট একাধিক সামরিক বিশেষজ্ঞদের। দুই দেশই একে অপরের জন্য সাবমেরিন থেকে শুরু

চীনের হেলিকপ্টার, ড্রোন দেখলেই শ্যুট ডাউন করতে পারবে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ চীন, ভারত উত্তেজনা বেশ কিছুটা কমেছে। দু পক্ষই সীমানা থেকে সেনা সরিয়ে নিয়ে এসেছে। তবে সীমানায় এক্টিভিটি কমার কোনও লক্ষন নেই। উল্টে দু পক্ষই সীমান্তে নিজেদের অস্ত্র সম্ভার ভারী করছে। তবে চীন সীমান্তে ক্রমশ বাড়ছে চীনের এয়ার এ্যক্টিভিটি। হোতান, গার্গুন্সা, কাশঘড়, হপিং, লিনঝির মত এয়ার বেস গুলিতে হার্ড হ্যঙ্গার শেল্টার ও বিভিন্ন পরিকাঠামো, রানওয়ে বৃদ্ধি করার মত কাজ চোখে পড়ছে ইতিমধ্যে। হেলিকপটার ও ফাইটার জেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অ্যামেরিকা এবং রাশিয়ার মতো দুই দেশ থেকে একমাত্র ভারতবর্ষই যুদ্ধাস্ত্র ক্রয় করতে পারে

নিউজ ডেস্কঃ পৃথিবীতে ভারতবর্ষ একমাত্র দেশ যে অ্যামেরিকা এবং রাশিয়া উভয় দেশের থেকেই যুদ্ধাস্ত্র ক্রয় করে থাকে। এবং পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যারা আমেরিকান ও রাশিয়ান দুটি দেশেরই  সফিস্টিকেটেড যুদ্ধাস্ত্র ব্যবহার করে থাকে।  রাশিয়া কে কোনঠাসা করার জন্য আমেরিকা CAATSA নামে একটা আইন আছে যার প্রধান লক্ষ্য যেসব দেশ রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করবে তাদের উপর স্যংশন জারি করা। যার জন্য তুরস্কের মত আমেরিকার বহু পুরোনো পার্টনারকেও S-400 কেনার জন্য

আকাশ পথে বড় হুমকি রাশিয়ার এই হেলিকপ্টারটি

নিউজ ডেস্কঃ রাশিয়ার কাছে শুধু যুদ্ধবিমান বা সাবমেরিনের ধ্বংসাত্মক অস্ত্রের পাশাপাশি যে হেলিকপ্টার গুলিকে বিধ্বংসী তৈরি করেছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে রাশিয়ার থেকে প্রচুর পরিমানে হেলিকপ্টার ক্রয় করতে দেখা যায় বাকি দেশ গুলিকে। শুধু রাশিয়া নয় তাদের হেলিকপ্টার গুলি যথেষ্ট পারদর্শিতার সাথে একাধিক দেশে তাদের ছাপ রেখেছে। মিল মি ২৮ হাভোচ। ১৯৮২ সালে এই বিধ্বংসী হেলিকপ্টারটিকে প্রথমবার আকাশে উড়তে দেখা যায়। তবে সার্ভিসে আসে ২০০৯ সালে। ২ জন

১ লক্ষ কেজির উপর বোমা বহনে সক্ষম এই বিধ্বংসী যুদ্ধবিমানটি

নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে পাল্লা দেওয়ার ক্ষেত্রে রাশিয়া যে সবসময় এককদম এগিয়ে তা বলাই বাহুল্য। কারন আমেরিকার বিরুদ্ধে প্রস্তুত থাকতে রাশিয়া সবধরনের অস্ত্রই কমবেশি তৈরি করে রেখেছে। আমেরিকান বম্বার যুদ্ধবিমান গুলির সারা পৃথিবী জুড়ে নাম থাকলেও রাশিয়া কিন্তু সেক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে বলে ধরা হয়। টুপলেভ টু ১৬০। রাশিয়ার একটি অত্যাধুনিক এবং বিধ্বংসী বম্বার। ১৯৮১ সালে এটি তৈরি সম্পন্ন হলেও ১৯৮৭ সালে এটি সার্ভিসে আসে। যুদ্ধবিমানটি প্রথমের দিকে সোভিয়েত এবং

রাশিয়ার কাছ থেকে এই সিস্টেম ক্রয় করতে পারলে চিন্তা বাড়বে চীনের

নিউজ ডেস্কঃ রাশিয়া এবং আমেরিকা ডিফেন্সের যে শেষ কথা তা বলাই বাহুল্য। কারন এক দেশ কোনও নতুন কিছু আবিষ্কারের পর আরেক দেশ বেশ কিছুদিনের মধ্যেই সেই জিনিসের আরেকটি অনুকরন কিছু না কিছু বের করে ফেলে। তবে রাশিয়ার বেশ কিছু অস্ত্র রয়েছে যা ব্রিটেন আমেরিকা সহ সারা বিশ্বকে তাক লাগিয়েছে। হ্যারিকেন ১ এম। রাশিয়ার আর্টিলারি সিসেম। এটির কাজ শুরু হয় ১৯৯৫ সালের দিকে। কিন্তু এর খরচের কারনে কাজ বন্ধ হয়ে যায়।

ইরানের ব্যালেস্টিক মিসাইল চিন্তা বাড়াচ্ছে আমেরিকার

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে কখন যে পরিবর্তন হয় তা চট করে বলা সম্ভব নয়, কারন নেতাদের মনোভাব আর নীতি এক্ষেত্রে অনেকটা দায়ী। আর সেই কারনে পৃথিবীর বহু দেশকেই তাদের সম্পর্ক তৈরি করা থেকে শুরু করে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে ওয়াকিবহাল থাকতে হয়। আমেরিকা। দেশটির সাথে যেমন নতুন দেশের বন্ধুত্ত্ব হচ্ছে ঠিক তেমনি আন্তর্জাতিক সীমানা জুড়ে বা সারা পৃথিবী জুড়ে নতুন নতুন করে শত্রু দেশের সংখ্যাও বাড়ছে। আর সেই কারনে

পঞ্চম প্রজন্মের শক্তিশালি এবং ভয়ংকর যুদ্ধবিমান তৈরি হচ্ছে দেশেই

নিউজ ডেস্কঃ বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনা কে আরও শক্তিশালি করতে নতুনভাবে কাজ শুরু করা হল। ভারতের বিমানবাহিনির পাশাপাশি নৌবাহিনীর জন্য তিনটি বড় যুদ্ধবিমানের প্রোজেক্টের একাধিক তথ্য জানিয়েছেন। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান  AMCA উন্নয়নের জন্য একটি প্রাইভেট কোম্পানি, DRDO এবং HAL একসাথে কাজ করবে। প্রাথমিকভাবে আমকার ডিজাইন শেষ হয়েছে। তেজাস মার্ক ২ এবং আমকা দুটোই গুরুত্ত্ব পাচ্ছে তবে চতুর্থ প্রজন্মের বিমানের থেকে এগিয়ে হটাত করে পঞ্চম প্রজন্মের বিমানে গেলে বেশ কিছু খামতি

সারা পৃথিবীর সাথে একাই লড়তে সক্ষম। ২০২০ তে শক্তি বাড়াল আমেরিকা

নিউজ ডেস্কঃ আমেরিকা।সারা পৃথিবীর সাথে একা যুদ্ধ লরতে সক্ষম দেশটি। সারা পৃথিবীর কাছে যা যুদ্ধাস্ত্র রয়েছে আমেরিকার একার কাছেই সেই পরিমানে যুদ্ধাস্ত্র আছে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। বিশেষ করে আমেরিকার কাছে ৪৪০০ এর উপর যুদ্ধবিমান রয়েছে যা সারা পৃথিবীর শক্তিশালী দেশ গুলিকে এক করলেও এতো পরিমানে যুদ্ধবিমান হবেনা। মোট মিলিয়ে আমেরিকার একার কাছেই প্রায় ১৩ লক্ষ সৈন্য রয়েছে। পাশাপাশি 195 টির উপর বিভিন্ন প্রকারের যুদ্ধজাহাজ। ৭০ টির উপর সাবমেরিন। তাদের

হার্টের কঠিন অসুবিধা সারাতে পারে। অ্যালোভেরার অসাধারণ কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ অ্যালোভেরা। এমন এক জিনিস যা আট থেকে আশি সকলেই ব্যবহার করতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় হল ইহা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখের পর্যন্ত উপকার করে। একাধিক রোগের ওষুধ এই অ্যালোভেরা। হার্ট সুস্থ রাখতে অ্যালোভেরাঃ আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরার জুস। অ্যালোভেরা কোলেস্ট্রেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন করার ক্ষমতা বাড়িয়ে দেয়।দূষিত রক্ত দেহ