আগামি ২ বছরের মধ্যে আরও বিধ্বংসী দেশীয় যুদ্ধবিমান যোগ হতে চলেছে। কতগুলি যুদ্ধবিমান যোগ হবে এবার?

আগামি ২ বছরের মধ্যে আরও বিধ্বংসী দেশীয় যুদ্ধবিমান যোগ হতে চলেছে। কতগুলি যুদ্ধবিমান যোগ হবে এবার?

নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর হাতে যে যুদ্ধবিমানের সংখ্যা বাড়তে চলেছে তা আগেই স্পষ্ট হয়েছিল। বিশেষ করে ভারতের স্কোয়াড্রন সংখ্যা বাড়াতে হবে। আর সেই কারনে ভারতেরে সেনাবাহিনীতে অন্তত ১৫০+ যুদ্ধবিমানের প্রয়োজন। আর সেই কারনে আগামি দুই বছরের কম সময়ের মধ্যে মোট ২৪টি তেজস ডেলিভারি সম্পন্ন করবে হ্যাল। হ্যাল এপ্রিল ২০২১এর আগে ১৬সিঙ্গিল সিট তেজস সাপ্লাই দেবে। এর সাথে ৮টি তেজস ডুয়েল সিট ট্রেনার যুক্ত হবে বিমানবাহিনীতে।

নতুন তেজস ভার্সান মিড এয়ার রিফুয়েলিং এর মাধ্যমে টানা ৮ঘন্টা ফ্লাইটে সক্ষম। কিছুদিন আগে টেস্ট ফ্লাইটে পাইলট ৮জি টার্ন নেয় সাথে সুপারসনিক গতীতেও উড়ান সম্পন্ন করে তেজস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *