ভারতের হাতে থাকা এই যুদ্ধজাহাজটি চারটে যুদ্ধ জাহাজকে সাহায্য করার ক্ষমতা রাখে

ভারতের হাতে থাকা এই যুদ্ধজাহাজটি চারটে যুদ্ধ জাহাজকে সাহায্য করার ক্ষমতা রাখে

নিউজ ডেস্কঃ সমুদ্রে যুদ্ধজাহাজ চলাকালীন মাঝ সমুদ্রে অনেকসময় জ্বালানি ভরার প্রয়োজন হয়ে পরে। সেক্ষেত্রে বেশ কিছু ভারী যুদ্ধজাহাজের প্রয়োজন হয়, যুদ্ধজাহাজগুলিকে রিফুয়েল করার জন্য।

ভারতীয় নৌবাহিনীর এ্যক্টিভ ফ্লিটের মধ্যে দেশে তৈরি সবথেকে ভারী জাহাজ হল আই এন এস আদিত্য (A59) ।এটি একটি ট্যাংকার যা পরিচালনা করা হয়ে থাকে ইস্টার্ন নেভাল কম্যান্ড। আই এন এস আদিত্যর প্রধান কাজ সমূদ্রে বিভিন্ন জাহাজকে জ্বালানি যোগার দেওয়া। এছাড়া মাঝ সমুদ্রে কোনওসময় কোনো জাহাজকে মেরামত করার প্রয়োজন করতে হলে এই জাহাজকে ব্যবহার করা হয়ে থাকে।

আইএনএস আদিত্য হল একটি আদিত্য ক্লাস রেপ্লেনিশমেন্ট শিপ।

ওজন ২৫,০০০টন।

রেঞ্জ ১৬,০০০কিমি।

আই এন এস আদিত্য সার্ভিসে আসে ২০০০সালে।জাহাজটিতে SA-N-10 SAM লঞ্চার যাতে ১৬টি মিসাইল থাকে।

তিনটি 2A42 30mm Medak guns। ।

মোট ১৫,৬৭১টন লোড ওজন বহন করতে সক্ষম।

যার মধ্যে ২২৫০ঘনমিঃ জল।

২১৭০ঘনমিঃ অস্ত্র।

১৪,২০০ঘনমিঃ ডিজেল ও এভিয়েশান কেরসিন।

মোট পেলোডের শুধু ১২,০০০টন লিকুয়েড কার্গো বহন করে। জাহাজটি একসাথে চারটি জাহাজ ও একটি কপ্টারকে ৩০০টন প্রতিঘন্টার গতীতে জ্বালানি জোগান দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *