নিউজ ডেস্কঃ সুখই সূ ৫৭। রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আমেরিকার এফ ২২ র্যাপ্টরের পর রাশিয়ার এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে আসে। তবে এখনও পর্যন্ত সেভাবে সার্ভিসে আসেনি এই যুদ্ধবিমানটি। ২ ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি বিশেষভাবে রেডারকে ফাকি দিতে সক্ষম।
সম্প্রতি রাশিয়া সূ ৫৭ এর প্রথম যুদ্ধবিমানটি হাতে পেয়েছে ২৫ ডিসেম্বর ২০২০। এটিকে ২০১০ সালে প্রথমবার আকাশে উড়তে দেখতে পাওয়া যায়। এরপর ২০২০ তেই সার্ভিসে আসে।
বিধ্বংসী গতি নিয়ে যুদ্ধবিমানটি রেডার ফাকি দেওয়ার পাশাপাশি সুপার ম্যানুভার করতে সক্ষম। ১৭ কেজি যুদ্ধাস্ত্র নিয়ে ২১২০কিমি/ঘণ্টার গতিবেগে যুদ্ধবিমানটি উড়তে সক্ষম। পাশাপাশি ১০ কেজি জ্বালানি বহন করতে সক্ষম। ৬৬০০০ ফুট থেকে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভুমিতে এবং অ্যান্টি শিপ মিসাইল হামলা চালাতে সক্ষম।