নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল তা বলাই বাহুল্য। আর সেই কারনে প্রচুর মানুষের প্রান ও গিয়েছিল। কিন্তু সেইসময় একটা কথা প্রমান হয়েছিল যে জার্মানি পৃথিবীর বাকি দেশ গুলির থেকে উন্নত। সেইসময় জার্মানির হাতে প্রচুর পরিমানে বিদ্ধংসি যুদ্ধবিমান ছিল। তবে পরবর্তীকালে সেই যুদ্ধবিমান ইউরোপের একাধিক দেশের সাথে মিলে আরও অত্যাধুনিক এবং বিধ্বংসী করে তোলা হয়েছে।
পানাভিয়া টর্নেডো। জার্মানি, ইংল্যান্ড এবং ইটালি এই তিন দেশ মিলে যুদ্ধবিমানটি তৈরি করেছিল। বিশেষত দেশের আকাশকে বিদেশী শত্রুদের থেকে বাঁচাতে এই যুদ্ধবিমানটি তৈরি করা হয়েছিল। মাল্টিরোল এই যুদ্ধবিমানটিকে ১৯৭৪ সালে প্রথমবার আকাশে দেখা যায়, এরপর ১৯৭৯ সালে প্রথম সার্ভিসে আসে। বর্তমানে জার্মানি, ইটালি এবং সৌদি আরব এই যুদ্ধবিমানটি ব্যবহার করে। ইংল্যান্ডের কাছে এই যুদ্ধবিমানটি থাকলেও তা অবসর করে নেয় তারা।
প্রায় ৭০০০ কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমানটি ৫০০০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি ২৪০০কিমি/ ঘণ্টার গতিবেগে শত্রুপক্ষকে হামলা চালাতে পারে।