ষষ্ঠ প্রজন্মের বিমানের ট্রায়াল শুরু ইংল্যান্ডের?

ষষ্ঠ প্রজন্মের বিমানের ট্রায়াল শুরু ইংল্যান্ডের?

নিউজ ডেস্কঃ পঞ্চম প্রজন্মের পর এবার ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির দিকে মন দিয়েছে পৃথিবীর একাধিক দেশ। ইতিমধ্যে ২০২৭ এ যে আমেরিকার ষষ্ঠ প্রজন্মের বিমান পরীক্ষা শুরু হবে তা জানিয়েছে আমেরিকা। আমেরিকার পর এবার ব্রিটেন ও তাদের ষষ্ঠ প্রজন্মের বিমানের কথা জানাল।

BAE System ব্রিটেনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট। টেম্পেস্টের উইন্ড টানেল টেস্ট করল, যার ছবি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পরীক্ষা করা মডেলের স্পিড ২ ম্যাকের(আনুমানিক ২২০০ কিমি/ঘণ্টা) ও বেশী ছিল। প্রসংগত এই প্রজেক্টে অংশ নেবার জন্য ব্রিটেন ইতিমধ্যেই ভারতকে আমন্ত্রন করে রেখেছে। তবে ব্রিটেনের সাথে ইটালি এবং সুইডেন রয়েছে এই প্রজেক্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *