নিউজ ডেস্কঃ আমেরিকার হাতে যে পৃথিবীর অন্যতম বিধ্বংসী অস্ত্র গুলি রয়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে রাশিয়া ও পিছিয়ে নেই। আমেরিকাকে সমানে সমানে টক্কর দিতে তাদের হাতেও রয়েছে প্রচুর যুদ্ধবিমান। আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানকে টেক্কা দিতে রাশিয়ার হাতে রয়েছে প্রচুর যুদ্ধবিমান।
আমেরিকার চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এফ ৩৫ ২। এর সাথে সমানে সমানে টক্কর হয় রাশিয়ার সুখই সূ ৩৫ এর, তাহলে কি হতে পারে? সুপার ম্যানুভার ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানটি যে যেকোনো সময় আমেরিকার এফ ৩৫ এর বিরুদ্ধে গর্জে উঠতে পারে তা বলাই বাহুল্য। কারন এই দুই যুদ্ধবিমানই রেডারকে ফাঁকি দিতে সক্ষম। তবে এই দুই বিমানের ডগ ফাইট হলে এগিয়ে থাকবে কে?