January 4, 2021

দেশীয় তেজাস বনাম ফ্রান্সের রাফালে। এগিয়ে কে?

নিউজ ডেস্কঃ ভারত ফ্রান্সের ড্যাজাল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ‘রাফায়েল’ যুদ্ধবিমান ক্রয় করেছে পাশাপাশি ভারতের হাতে কিছু দিন আগেই এসেছে তেজাস। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুটি যুদ্ধবিমান ই প্রায় একইসময় ভারতের বায়ুসেনার হাতে আসছে। অর্থাৎ খুব একটা পার্থক্য নয়। ফ্রান্সের ‘জেজাল্ট রাফায়েল’ আর ভারতের ‘হাল তেজাস’-এর মধ্য তফাৎটা কি? এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ১।গোত্র— রাফয়েল-একটি মাল্টিরোল এয়াক্রাফট তেজাস-হালকা ও ভিন্ন আওহাওয়া মানিয়ে মাল্টিরোল এয়ারক্রাফট ২।উন্মুক্ত সাল— রাফায়েল-২০০১ তেজাস-২০১৫(টিডি মার্ক-১) ৩।চালক—

দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কতসালে হাতে পাবে ভারতবর্ষ?

নিউজ ডেস্কঃ ভারতের হাতে যে একাধিক দেশীয় যুদ্ধবিমান আসতে চলেছে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ র মধ্যে দেশীয় প্রযুক্তির তৈরি পঞ্চম প্রজন্মের বিমান ভারতের বায়ুসেনায় দেখাযেতে পারে। ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীর জন্য তিনট বড় যুদ্ধবিমান আসতে পারে। যদিও বেশ কিছু জিনিস এখনও আলোচনার পর্যায়ে আছে ১/ 5.5th Gen Stealth fighter AMCA ডেভেলপমেন্টের জন্য ডিআরডিও, হ্যল এবং একটি প্রাইভেট কম্পানি যৌথ ভাবে কাজ করবে। ২/ আমকার প্রথমিক ডিজাইন শেষ।

২০,০০০ ফুট থেকে গোপন নজরদারির চালিয়ে হেলিকপ্টার ধ্বংস করবে এই টেকনোলোজি

নিউজ ডেস্কঃ আমেরিকার নর্থ্রপ গ্রুম্ম্যান নির্মিত একটি গোপন নজরদারির কাজে নিয়োজিত ও টার্গেট লোকেট ও ট্র্যাকিং ও লক করে দেওয়ার কাজে ব্যাবহৃত হয়। মূলত এটি কাছে গিয়ে টার্গেট করে দেয় যা অন্য কোন মাধ্যমে যেন সেফ ডিস্টেন্স এ থেকে ধ্বংস করে দেওয়া যায়। ইউএস নেভির প্রায় ৩০ টি আছে ও মোট ৯৬ টি অর্ডার করা হয়েছে। এটি ২০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম, সর্বোচ্চ ৮ ঘন্টা এবং ফুল লোডে ৫ ঘন্টা,

অটল বিহারী বাজপেয়ী তেজসের নামকরণ করেছিলেন। দেশীয় যুদ্ধবিমান তেজাসের উল্লেখযোগ্য তথ্য

নিউজ ডেস্কঃ প্রায় তিন দশক ধরে ভারতীয় বৈজ্ঞানিক দের অক্লান্ত পরিশ্রমের পরে দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়। হিন্দুস্থান এরোমেটিক লিমিটেড ভারতীয় বায়ুসেনার হাতে দেশীয় বার্ড তেজাস যুদ্ধবিমান তুলে দেয়। দেশীয় প্রযুক্তি তে প্রস্তুত তেজাস দিয়ে ভারতীয় বায়ুসেনার পুরানো মিগ-২১ গুলো কে এবার ধীরে ধীরে রিপ্লেস করা হবে। এরোমেটিক্যাল ডেভালমেন্ট এজেন্সি ও হ্যালের তেজাস যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন এর নাম রাখা হয়েছে ফ্লাইং ড্যাগারস। . দেশীয় বার্ড তেজাস যুদ্ধবিমান সমন্ধে ৭টি উল্লেখযোগ্য তথ্য