দেশীয় তেজাস বনাম ফ্রান্সের রাফালে। এগিয়ে কে?
নিউজ ডেস্কঃ ভারত ফ্রান্সের ড্যাজাল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ‘রাফায়েল’ যুদ্ধবিমান ক্রয় করেছে পাশাপাশি ভারতের হাতে কিছু দিন আগেই এসেছে তেজাস। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুটি যুদ্ধবিমান ই প্রায় একইসময় ভারতের বায়ুসেনার হাতে আসছে। অর্থাৎ খুব একটা পার্থক্য নয়। ফ্রান্সের ‘জেজাল্ট রাফায়েল’ আর ভারতের ‘হাল তেজাস’-এর মধ্য তফাৎটা কি? এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ১।গোত্র— রাফয়েল-একটি মাল্টিরোল এয়াক্রাফট তেজাস-হালকা ও ভিন্ন আওহাওয়া মানিয়ে মাল্টিরোল এয়ারক্রাফট ২।উন্মুক্ত সাল— রাফায়েল-২০০১ তেজাস-২০১৫(টিডি মার্ক-১) ৩।চালক—