নিউজ ডেস্কঃ অজিত ডোভাল। দীর্ঘ ৭ বছর পাকিস্তানের মাটিতে কারিয়ে আসা এমন একটি মানুষ যাকে একদম সহ্য করতে পারেনা পাকিস্তান। পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিয়ে বুঝিয়েছিলেন তিনি যে ভারতবর্ষ কি করতে পারে আর ভারতের কি ক্ষমতা।
মিশন বালাকোট(২০১৯)
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গিদের অতর্কিত আক্রমণে প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর চল্লিশ জন সিআরপিএফ জওয়ান। অজিত ডোভালের ফোন গিয়েছিল আমেরিকায়। ফোনের অপর প্রান্তে ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন।
বোলটনকে ডোভাল জানিয়েছিলেন ভারত সীমান্ত লাগোয়া ক্যাম্পে কয়েকশো জইশ জঙ্গি আত্মঘাতী মিশনে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। ক্যাম্পে আছে ট্রেনার ও জইশের সিনিয়ার কমান্ডারাও। ডোভালের ফোনটির পর একটি বিজ্ঞপ্তির জারি করে জন বোলটন জানিয়েছিলেন, আত্মরক্ষার অধিকার আছে ভারতের। ২৬ ফেব্রুয়ারি কাকভোরে খাইবার-পাখতুনখোয়ার বালাকোট ক্যাম্পে ঝটিকা আক্রমণ চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বোমায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল জঙ্গিদের ক্যাম্প। প্রাণ হারিয়েছিল কয়েকশো জঙ্গি।