নিউজ ডেস্কঃ মিগ। এমন এক কোম্পানি যা আমেরিকার যুদ্ধবিমান গুলি সঠিক শিক্ষা দিয়েছিল। এবং রাশিয়ার এই মিগের বিভিন্ন ভার্শন নজর কেড়েছিল বিভিন্ন দেশের, আর সেই কারনে প্রচুর দেশ এই যুদ্ধবিমান গুলি ক্রয় করে। ভারতবর্ষ একটা সময় প্রায় ১০০০ এর কাছাকাছি মিগ যুদ্ধবিমান গুলি ব্যবহার করেছিল। আর সেই বিমানের উপর ভর করে একাধিক সময় শিক্ষা দিয়েছে পাকিস্তানকে। তবে বর্তমান দিনে আসতে আসতে চাহিদা কমেছে রাশিয়ার মিগের।
মিগ ৩৫। মিগ ২৯ এর উন্নততর ভার্শন। মিগ ২৯ ভারতের নৌবাহিনীর কাছে রয়েছে, কিন্তু মিগ ৩৫ সেভাবে কোনও দেশের হাতে এখনও আসেনি। এটি ৪++ জেনেরেশানের যুদ্ধবিমান। ২০০৭ এ প্রথমবার আকাশে দেখা গেলেও ২০১৯ এ সার্ভিসে আসে। এখনও পর্যন্ত ১০ টি এই যুদ্ধবিমান তৈরি করা হয়েছে।
২৪০০কিমি/ঘণ্টার গতিবেগে ৫২০০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম।