৩০০কিমি দূর থেকে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে টার্গেট করে ধ্বংস করতে পারে। কি এমন টেকনোলোজি যুক্ত আছে ভারতের যুদ্ধজাহাজে?

৩০০কিমি দূর থেকে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে টার্গেট করে ধ্বংস করতে পারে। কি এমন টেকনোলোজি যুক্ত আছে ভারতের যুদ্ধজাহাজে?

নিউজ ডেস্কঃ ভারতের হাতে যে একাধিক অত্যাধুনিক রেডার ব্যবস্থা এবং মিসাইল রয়েছে তা একাধিকবার প্রমান পেয়েছে সারা বিশ্ব। ভারতের নৌবাহিনীর জাহাজ গুলিতে প্রচুর পরিমাণে অত্যাধুনিক জিনিস রয়েছে যা চীন, পাকিস্তান রীতিমতো সমীহ করে চলে।

ভারতীয় নৌবাহিনীর সব থেকে শক্তিশালী এয়ার সার্ভেইল্যন্স রেডার। ৫০০কিমি ডিটেক্সান রেঞ্জের এই 3D C Band রেডারটি IFF ট্র্যন্সপন্ডার আর এ্যন্টি জ্যমিং ক্ষমতার সাথে ভারতীয় নৌবাহিনীর একমাত্র এয়ারক্রাফট ক্যরিয়ার আইএনএস ভিক্রমাদিত্যে এ্যক্টিভ রয়েছে।

৩০০কিমি দুর থেকে এফ-১৬ এর মত যুদ্ধবিমানকে টার্গেটকে ট্র্যক ও চেনার ক্ষমতা রাখে। রেডারটি অত্যন্ত শক্তিশালী। স্টেল্থ টার্গেটকে ১০০-১৫০ কিমিতে ট্র্যক করার ক্ষমতা রাখে। সার্ভেইল্যন্স রেডার হওয়ার পরও এটা ট্র্যকিং করার মতো কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *