নিউজ ডেস্কঃ সুখই। এই সিরিজের যুদ্ধবিমান গুলি যে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তা আর নতুন করে কিছু বলার নেই। ভারতের হাতে থাকা সুখই সু ৩০ যে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে যেকোনো সময় টেক্কা দিতে পারে তা বলাই বাহুল্য। তবে সুখই সিরিজের শুধু সুখই সু ৩০ নয়, সুখই এর ২৭, ৩৩, ৩৩ এর মতো যুদ্ধবিমান বেশ জনপ্রিয় হয়েছে। বেশ কিছু দেশের বায়ুসেনায় এই যুদ্ধবিমান গুলি দেখা যায়।
রাশিয়া ছাড়াও চীনের শেংইয়াং এর দুটি সিরিজ অর্থাৎ জে- ১১ এবং জে -১৫ রয়েছে এর লাইসেন্সড ভার্সন।
রাশিয়ার তৈরি করা এই যুদ্ধবিমান গুলি যে যেকোনো সময় শত্রুপক্ষের মনে ভীত ধরাতে পারে তা একাধিক সময় প্রমান পাওয়া গেছে।