নিউজ ডেস্কঃ রাশিয়ার থেকে যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে তা ইতিমধ্যে সকলেরই গোচরে এসেছে। আর এই বিধ্বংসী যুদ্ধবিমান গুলি যে অত্যাধুনিক এবং বিধ্বংসী হবে তা বলাই বাহুল্য।
রাশিয়ার থেকে ভারত যে অতিরিক্ত ২১ টি আপগ্রেড মিগ-২৯ ক্রয় করতে চলেছে,তার সাথে অত্যাধুনিক প্যাকেজ অফার করেছে রাশিয়া। এই প্যাকেজে থাকছে AESA রাডার, যা রাশিয়ার পঞ্চম প্রজন্মের বুমানে ব্যবহার করা হবে। এছাড়াও সেন্সর,লংরেঞ্জ BVR মিসাইল,গ্রাউন্ড অ্যাটাক মিসাইল,মিড এয়ার রিফিউলিং ক্ষমতা। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে চুক্তি সাক্ষর হতে চলেছে।